23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলিতে গৈরিকীকরণ করতে চান’, দাবি কুণাল ঘোষের

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা – রাজ্য-রাজ্যপাল সংঘাত নিয়ে যখন তোলপাড় বঙ্গ, সেই সময় ফের একাধিক ইস্যুতে সরব হলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপাল সহ রাজ্যের একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন তিনি। এদিন প্রথমেই রাজভবন থেকে ১৬জন উপাচার্যকে নিয়োগ করার বিষয়ে কুণাল ঘোষ বলেন, “রাজ্যপাল সম্পূর্ণভাবে বিজেপির এজেন্ট। বিজেপির লোক হিসাবে কাজ করছে । আমরা এর তীব্র নিন্দা করছি। বিজেপির এজেন্ট হিসেবে রাজ্যপাল চাইছে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা যেটা সচল ভাবে চালাচ্ছে সেখানে গৈরিকিকরণ করা। এই রাজ্যপাল যেভাবে কাজ করছেন সেদিকে গোটা পুরো আলোচনার বিষয়টা নষ্ট হচ্ছে। রাজ্যপাল পরিকল্পিত ভাবে শিক্ষাব্যবস্থা অচল করতে চাইছেন। নষ্ট করতে চাইছেন। উনি বাংলার ক্ষতি চাইছেন। রাজ্যপাল চাইলেই শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতেই পারেন। আপনার যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে রাজ্য সরকারের সাথে কথা বলুন’।

    একই সাথে লোকসভার ভোট এগিয়ে আসার বিষয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “২০২৪ এ একটা জিনিষ নিশ্চিত দিল্লিতে ফিরে আসছে না মোদি সরকার। বিভিন্ন স্পর্শকাতর বিষয় গুলো ঠেলে দেওয়া হচ্ছে মানুষের কাছে। কিন্তু মানুষ তাদের ভোট আর বিজেপিকে দেবেনা। লোকসভায় বিজেপি আরো পিছিয়ে যাবে। নির্ধারিত সময়ে ভোট হলেও তৃণমূল প্রস্তুত, ভোট এগিয়ে এলেও তৃণমূল প্রস্তুত”।

    এদিন অনুপম হাজরার পোস্ট নিয়ে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বলেন, “তিনি আবার দলের একটা অংশকে টার্গেট করছেন। আগে শীতকালে সার্কাস আসতো এখন বিজেপি নামক সার্কাস সারাবছর চলে”। এরপরই শুভেন্দু প্রসঙ্গে বলেন, “শুভেন্দু হচ্ছে প্রকৃত গরু বিশেষজ্ঞ। এই বিষয়ে যখন শুভেন্দু পোস্ট করে, গরুর পালই নিজেদের পরিচয় করিয়ে দেয়। শুভেন্দুও একটা গরুর দলেই রয়েছে”।

    এদিন ফের একবার ‘দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি’ প্রসঙ্গে ক্ষুব্ধ হতেই দেখা যায় কুণাল ঘোষকে। তিনি বলেন, “রাজ্যে যখন বিজেপি তৃণমূলকে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে টার্গেট করছে, সেখানে সিপিএম,কংগ্রেস ধেইধেই করে নাচছে। দু’মুখো সাপের রাজনীতি করছে এরা। কেন্দ্রীয় নেতাদের এই বিষয়ে লক্ষ দেওয়া উচিত” ।

    এই মুহুর্তে কুন্তলের চিঠি নিয়ে তোলপাড় দুর্নীতি মামলা। যে চিঠিতে নাকি নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন সেই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “কুন্তলের চিঠি নিয়ে এত লাফালাফি হচ্ছে তাহলে সুদীপ্ত সেনের চিঠি নিয়ে লাফালাফি হচ্ছে না কেনো। শুভেন্দু কেউ গ্রেপ্তার করা হোক। সেখানেও তো শুভেন্দু অধিকারীর নাম রয়েছে”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img