23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    পলাতক ললিত মোদিকে সঙ্গে নিয়ে লন্ডনে তৃতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হরিশ সলভে

    নিজস্ব প্রতিনিধি , লন্ডন – ঋণ খেলাপী মামলায় ফের বিতর্কে বিজেপি। বর্তমানে কেন্দ্রের প্রাক্তন সলিসিটর জেনারেল তিনি , আর সে কিনা দেশ থেকে পলাতক আসামিকে নিয়েই বিয়ের অনুষ্ঠান করলেন। তিনি আর কেউ নয় , হরিশ সলভে। ৬৮ বছর বয়সে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। এদিন তার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ললিত মোদি থেকে নীতা আম্বানিও। এর এই ছবি প্রকাশ্যে আসতেই ফের তীব্র অস্বস্তিতে পড়েছে বিজেপি।

    সূত্রের খবর , গতকাল হরিশ সালভের বিয়ের আসর বসেছিল লন্ডনে। পাত্রী তৃণা। সে লন্ডনেরই বাসিন্দা। ওয়েলস ও ইংল্যান্ডের আদালতে আইনি কাজে গিয়ে তৃণার সঙ্গে পরিচয় হয় হরিশ সালভের। দেশের প্রাক্তন সলিসিটর জেনারেলের বিয়েতে উপস্থিত ছিলেন আইপিএল-র প্রাক্তন কমিশনার ললিত মোদি, মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

    এদিন বিয়ের অনুষ্ঠানে হরিশ সালভের পরনে ছিল সাদা-কালো স্যুট। তৃণার পরনে গাঢ় সবুজ রঙের সিল্কের ড্রেস ছিল। বিশাল বড় কেক কাটেন তারা। উল্লেখ্য, ২০২০ সালে প্রথম স্ত্রী মীনাক্ষীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হরিশ সালভের। সেই বছরেই ব্রিটিশ শিল্পী ক্যারোলিনের সঙ্গে আলাপ, প্রেম এবং বিয়ে হয়। এরপর ৩ বছরের মাথায় তৃতীয় বিয়ে সারলেন হরিশ সালভে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img