23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের দ্বারস্থ অভিষেক

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। লিপস অ্যান্ড বাউন্ডসে ইডির তল্লাশির পর এবার এই মামলায় আদালতের দ্বারস্থ হলেন অভিষেক বন্দোপাধ্যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে করা এই মামলায় অভিষেকের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। আইনজীবীর দাবি, অভিষেকের বিরুদ্ধে বিরুদ্ধে ইডির দায়ের করা ECIR খারিজের আবেদনের রায়দান যখন স্থগিত তখন ECIR সূত্র ধরে অনেক কিছু করছে ইডি। তবে অভিষেকের করা ফের এই মামলার কোনো গ্রহনযোগ্যতা আছে কি না তা নিয়ে পর্যালোচনা করে দেখবেন বিচারপতি। তারপর শুনানি চলবে।

    সূত্রের খবর , নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে দায়ের ECIR খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় রায় দান এখনও স্থগিত আছে। তার মধ্যেই অভিষেক চোখের চিকিৎসা করে বিদেশ থেকে ফিরে এলে গত ২০ আগস্ট তার লিপস অ্যান্ড বাউন্ডসের দফতরে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে বিশেষ কিছু নথি, একটি মোবাইল ও একটি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করে তারা।

    অন্যদিকে গত সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি চলাকালীন তিনি বলেন , অভিষেককে কেন শুধু একবারই সমন পাঠানো হয়েছে। এই বিষয়ে আর কেন কোনো নতুন রিপোর্ট পাওয়া যাচ্ছে না ইডির তরফে। যদিও ইডির তরফে জানানো হয়, এই তদন্তে অভিষেককে আবার তলব করবে ইডি। তবে এর মাঝেই আবার নতুন মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    একাংশের মতে , বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের পরে অভিষেককে আবার তলব করা একেবারেই নিশ্চিত। তাই সেখান থেকে বাঁচতেই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। তবে এতে আদৌ কোনো কাজ হবে কি না সেটা সময় বলবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img