নিজস্ব প্রতিনিধি , মুম্বই – ২০১৯ সালে মাত্র ২৮ বছর বয়েসে প্রযোজক মধু মান্টেনার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেন ফ্যাশন ডিজাইনার মাসাবা। মাত্র দু বছর সংসার করেছিলেন তারা। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন নীনা গুপ্ত। কিছুদিন আগে ‘লাস্ট স্টোরিজ ২’-এর বিয়ের আগে সহবাস নিয়ে অভিনয় করতে দেখা গিয়েছিল নীনাকে। কিন্তু বাস্তবে তিনি এটা কোনো দিনই চাননি। তাই মেয়ের ডিভোর্সের কথায় ভেঙে পড়েন। কারণ মেয়েকে লিভ ইন করতে দেননি তিনি।
মাসাবা বলেন,” মধু মান্টেনার সঙ্গে প্রথমে লিভ ইনে থাকতে চেয়েছিলাম। কিন্তু মা বলেন সহবাস না করে তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত। মা বলেন আমি ভুল করেছি। তুমিও ভুল করবে। তার চেয়ে ভালো বিয়ে করে নেওয়া।কিন্তু সে বিয়ের পরিণতি ভালো হয়নি। ডিভোর্সের খবরে সবচেয়ে বেশি ভেঙে পড়েন মা”।
নিজের জীবন দিয়ে নীনা বুঝে ছিলেন সহবাসের মর্ম। ক্যারেবিয়ান তারকা ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে লিভ ইন রিলেশনে থাকেন নীনা। কিন্তু স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রেগন্যান্ট নীনাকে বিয়ে করতে চাননি ভিভ রিচার্ডস। একাই নিজের মেয়ে মাসাবাকে বড়ো করেছেন। তাই মাসাবা জানে মায়ের কষ্ট। মাসাবা বলেন,” জীবনের ওই পর্যায়ে মা খুব রক্ষণশীল হয়ে পড়েছিলেন। কোনদিন মা চাননি আমার তেমন কিছু হোক। তাই সহবাসের অনুমতি দেয়নি। বিয়ে করতে বলেছিলেন”।
সম্প্রতি নীনা জানান,” আমার একটু ভেবে সিদ্বান্ত নেওয়া উচিত ছিল। আমি মেয়েকে জোর করেছিলাম। তাই তাকে কষ্ট পেতে হয়। আমি বোধহয় ভালো মা নয়”। তবে এখন অভিনেতা সত্যদীপ মিশ্রার স্ত্রী মাসাবা। তিন বছর প্রেম করার পর ২০২৩ এর জানুয়ারিতে বিয়ে করেন সত্যদীপের সঙ্গে। বিয়েতে উপস্থিত ছিলেন তার বাবা ভিভও।