23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে শহরে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এটাই এখন সব রাজনৈতিক দলের পাখির চোখ। সেটা মাথায় রেখেই সবাই প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দেশের তামাম বিরোধীরা ইন্ডিয়া জোট করেছেন। বিজেপি পাল্টা ভারত নাম নিয়ে এগিয়ে আসছে। আর এই আবহেই ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এলেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। ইতিমধ্যেই তাদের মধ্যে বৈঠক সম্পন্ন হয়েছে।

    ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। এদিন কলকাতায় ২ ডেপুটি নির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ও ধর্মেন্দ্র শর্মা এসেছেন। তাদের সঙ্গে আছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। এদিন সবাই মিলে লোকসভা নির্বাচনের পরিস্থিতি নিতে বৈঠক করেন। আর ওই বৈঠকে ডাকা হয়েছে রাজ্যের সমস্ত জেলাশাসককে।

    এদিন কলকাতার একটি পাঁচ তারা হোটেলে বৈঠক হয়। আর ভোটার তালিকা প্রস্তুত, তালিকা সংশোধন, পরিচয় পত্র, ইভিএম-নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তার সঙ্গে বর্তমানে এই রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের এক দেশ এক নীতি, এক দেশ এক ভোট এর মত বিষয়গুলি বাস্তবায়িত করার বিষয়ে তাদের মতামত নেওয়া হয়। তার সঙ্গে এরাজ্যে কী পরিমান কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রয়োজন রয়েছে সে সম্পর্কেও বিশদ আলোচনা হয়েছে বলে সূত্রে জানা গেছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img