23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    প্রেমিক ঠকালে কি করবেন? ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন সুহানা খান

    নিজস্ব প্রতিনিধি , মুম্বই – মঙ্গলবার নয়া ঘোষণার পর থেকেই বলিউডে আলোচনার মূল কেন্দ্রবিন্দু জোয়া আখতার দ্বারা পরিচালিত ‘দ্য আর্চিস’। একাধিক স্টার কিড নিয়ে তৈরি এই সিনেমা। তার মধ্যে অন্যতম কিং খান কন্যা সুহানা খান। প্রথমবার বলিউডে ডেবিউ করবেন সুহানা। তা নিয়ে চর্চার শেষ নেই। এরই মাঝে প্রশ্ন উঠেছে প্রেমিক ঠকালে কি করবেন সুহানা?

    images 18 15

    টাইগার বেবি প্রোডাকশন্স দ্বারা আমেরিকান কমিক বই ধারাবাহিকের উপর ভিত্তি করে নির্মিত ‘দ্য আর্চিস’ সিনেমা। পোস্টার রিলিজ হবার পর থেকেই জল্পনা ছিল তুঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে ‘দ্য আর্চিস’।মঙ্গলবার ছবির টিম জানায় আর মাত্র ১০০ দিনের মধ্যে আগামী ৭ই ডিসেম্বর নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য আর্চিস’ ছবির। নেটিজেনদের অনেকে ‘দ্য আর্চিস’-কে ‘নেপোটিজমের আঁতুরঘর’ ও বলেছেন। ছবির মুক্তির ঘোষণার পরই মুম্বইয়ের রাস্তায় নেমে আনন্দ সংবাদ উদযাপন করলেন অভিনেতা অভিনেত্রীরা।

    images 18 14

    আমেরিকা কমিক ‘দ্য আর্চিস’ থেকে অনুপ্রাণিত।চরিত্রগুলোকে গড়ে তোলা হয়েছে ৬০-এর দশকের ভারতের প্রেক্ষাপটে। বন্ধুত্ব আর ত্রিকোণ প্রেমের রসায়নই এই কমিকের মূল আকর্ষণ। ভেরোনিকা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুহানা খানকে।

    images 18 13

    সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয় , ভেরোনিকা কি করবে যদি তার প্রেমিক অনলাইনে অন্য কোনো মেয়েকে ডেট করে? সেই প্রশ্নের উত্তরে সুহানা বলেন,” ভেরোনিকা চাইলেই অন্য ছেলেদের ম্যাসেজ করে”।

    images 18 12

    কিন্তু ভেরোনিকা এমন করলেও সুহানা কিন্তু এমন করবে না। সুহানা জানান,” যদি তার প্রেমিক অন্য কাউকে ডেট করে সঙ্গে সঙ্গে ব্রেকআপ করে দেবো। আমার এরকম পুরুষ পছন্দ যে এক মহিলাতেই সন্তুষ্ট”। এদিকে শোনা গেছে অমিতাভের নাতি সঙ্গে নাকি প্রেম করছেন তিনি। ফ্যাশান ডিজাইনার তানিয়া শ্রফের জন্মদিনের পার্টিতে ভিডিওতে একসঙ্গে ধরাও পড়েন তারা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img