নিজস্ব প্রতিনিধি, কলকাতা- মুক্তি পেল ‘কালার ফুল মদনে’র ছবি ‘ওহ লাভলি’। এই ছবি দিয়ে বাংলা সিনেমা জগতে হাতেখড়ি হল কামারহাটির বিধায়ক তথা কালারফুল মদন মিত্রের। ‘মদনদা’ চিরকালই ‘কালারফুল‘। ৬০ এর গোড়ায় বয়স হলেও তার রঙবেরঙের পাঞ্জাবি আর সানগ্লাসের ঝলকানিতে কুপোকাত বাংলার যুবকেরা। এবার তাকে দেখা গেল অভিনেতার ভূমিকায়। তবে নিজের ছবি মুক্তির দিনেও বিধানসভার অধিবেশনে উপস্থিত ছিলেন ‘মদনদা’।
এদিন বিধানসভার অধিবেশনে ‘জামাই’ বেশে হাজির হয়েছিলেন কালারফুল মদন দা। তার পরনে ছিল ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি, চোখে রে-ব্যানের সানগ্লাস। বাংলা সিনেমা জগতে ডেবিউ হওয়ার সুবাদে মদন দাকে শুভেচ্ছা বার্তা জানান মন্ত্রী-বিধায়করা। বিধানসভার অধিবেশন শেষ হওয়া মাত্রই বরাহনগরের সোনালি সিনেমা হলে যান কামারহাটির বিধায়ক।
সিনেমার দিনেও বিধানসভার অধিবেশনে উপস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান মদন মিত্র জানান, ‘আগামী কয়েক দিনে কলকাতা সহ যে সমস্ত জায়গায় ছবি মুক্তি পেয়েছে সেই সব প্রেক্ষাগৃহে যাওয়ার ইচ্ছে রয়েছে। আমি গেলে সিনেমা হলগুলোতে বেশি ভিড় হবে।’
উল্লেখ্য , ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন টলিউডের অন্যতম জনপ্রিয় মুখ দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। আর নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত পালের সুযোগ্য কন্যা রাজনন্দিনী পালকে। পশ্চিমবঙ্গের মোট ৭০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওহ লাভলি।