নিজস্ব প্রতিনিধি , কলকাতা – আর কিছুক্ষণ! সেই শুভক্ষন আসন্ন। চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারেই সফলভাবে চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান-৩। এই নিয়ে দেশবাসী এবং ইসরোকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন রাজ্যপাল থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্ব। এবার সেই দলে নাম লেখালেন মদন মিত্র।
চন্দ্রযান-৩ নিয়ে এদিন মদন মিত্র বলেছেন, “চন্দ্রযান-৩ যদি সফল অবতরণ করতে পারে তাহলে ভারতের নাম গৌরবের সঙ্গে লেখা থাকবে। অন্য যে তিনটি চাঁদে যান পাঠিয়েছে তারা কেউই সাউথ পোলে যেতে পারেনি, নর্থ পোলে গেছে। তাই ভারত যদি সফলভাবে চন্দ্রযান-৩ অবতরণ করাতে পারে তাহলে সেইদিক ভারতের নাম তালিকায় প্রথম হিসেবে থাকবে। এই বিষয়ে ইসরোকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।”
তবে তিনি এও বলেন, ‘শুধু সাফল্য বা ব্যর্থতা নিয়ে দেখলে হবে না, এটা একটা স্ট্যাটাস সিম্বল। যা কেউ করেনি তা ভারত করবে।” চন্দ্রযান-৩ নিয়ে এইদিন বিধানসভায় মমতার উপস্থাপনা সম্পর্কে মদন মিত্র জানান, “মুখ্যমন্ত্রীর বৈপ্লবিক চিন্তাধারাকে আমি শ্রদ্ধা করি। তিনি বলেছেন, এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। সমগ্র ভারতের গর্বের বিষয়। তাঁর এই চিন্তাধারাকে আমি সমর্থন করি।”
উল্লেখ্য , পরিস্থিতি স্বাভাবিক থাকলে বুধবার সন্ধ্যা ৬টা ৪ নাগাদ চাঁদে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। লাইভ ট্র্যাকারের মাধ্যমে বিক্রমের গতিবিধির দিকে অনবরত নজর রাখা হচ্ছে ইসরোর তরফে। এখনো পর্যন্ত বিক্রম সঠিক ভাবে অবতরণ করবে বলেই আশাবাদী ইসরোর বিজ্ঞানী। অন্যদিকে সেই মাহিন্দ্রক্ষন দেখতে উৎসুক হয়ে বসে আছে গোটা দেশবাসী।
ReplyForward |