নিজস্ব প্রতিনিধি , মুম্বই – নব্বইয়ের দশক শুরু থেকে ২০২৩ এও নামকরা ও অন্যতম সুন্দরী নায়িকা মাধুরী দীক্ষিত। বলিউডে তার সৌন্দর্যের জুরি মেলা ভার। গোটা ভারত যাকে এক নামে চেনেন। তবে ক্যারিয়ারের শুরুতে সুন্দরী মাধুরী দীক্ষিতকে দেওয়া হয়ছিল একাধিক অশ্লীল প্রস্তাব। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন শোরগোল।
আশির দশকে টিনু আনন্দ অভিনয়ের পাশপাশি সিনেমা পরিচালনাও করতেন। এরপর আশির দশক শেষে ‘তেজাব’ ও ‘রাম লক্ষ্মণ’- এর ছবি উপহার দিয়েছিলেন মাধুরী দীক্ষিত। তারপরই প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠেছিলেন তিনি। সেই সুবাদে টিনু আনন্দের পরিচালনায় অমিতাভ বচ্চনের ‘শনাক্ত’ সিনেমাতে নায়িকা হিসেবে মাধুরী দীক্ষিতকে বেছে নেওয়া হয়।
তবে আচমকাই সিনেমা বন্ধ হয়ে যায়। এতগুলো বছর পর টিনু আনন্দ জানান তার এবং মাধুরীর তিক্ত সম্পর্কের কথা। টিনু আনন্দ এক সাক্ষাৎকারে জানান,”সেই দৃশ্য অমিতাভ বচ্চনকে গুণ্ডারা শিকলে বেঁধে রেখেছে। মাধুরীকে বাঁচাতে গিয়েই গুণ্ডাদের হাতে ধরা পড়েন অমিতাভ। তখন মাধুরীর চরিত্রটি জানায়, যখন তোমাদের সামনে সুন্দরী দাঁড়িয়ে তখন কেন একটা মানুষকে চেনে বেঁধে মারধর করছো?’
টিনু এ কথাও জানান সিনেমার পুরো স্ক্রিপ্ট তাকে পূর্বেই জানানো হয়েছিল। সমস্তটা শুনে রাজি হয়েছিলেন অভিনেত্রী। টিনু বলেছিলেন, “প্রথমবার আমরা তোমাকে ব্রা-তে দেখব। আমি কোনওকিছুই লুকাবো না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দৃশ্য, প্রথমদিনই এটার শ্যুট করব। মাধুরী দীক্ষিত সেই মুহূর্তে জানিয়েছিল,”আচ্ছা ঠিক আছে”।
কিন্তু মেন শুটিংয়ের সময় প্রায় ৪৫ মিনিট ধরে অপেক্ষা করার পরও কিছুতেই রাজি ছিলেন না অভিনেত্রী এমন দৃশ্যের জন্য। অভিনেত্রী জানান,” তিনি করতে পারবেন না”। সেই সময়ে টিনু আনন্দ তাকে ছবি থেকে বিদায় জানতে বলে এবং শুটিং বন্ধ করে দেয়। তার পর থেকেই কোনোদিন এক সঙ্গে কাজ করেননি তারা।