নিজস্ব প্রতিনিধি , মুম্বই – মাত্র ৩১ বছর বয়সেই প্রয়াত মালয়লম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা নায়ার।বৃহস্পতিবার কর্ণাটকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রীর ঝুলন্ত দেহ। কর্নাটকের করমনা এলাকার থাকতেন অভিনেত্রী। ঝুলন্ত দেহ উদ্ধার করার পরেই তড়িঘড়ি তাকে হাসপাতলে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিনেত্রীর মৃত্যু ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ফরেন্সিক তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
সূত্রের খবর , বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ অভিনেত্রীর নিথর দেহ উদ্ধার করেন তার পরিবার। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বামী ও দুই কন্যা নিয়ে সংসার করতেন অভিনেত্রী। মৃত্যুর কিছু ঘণ্টা আগে দুই মেয়েকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। প্রায়ই দুই মেয়ে ও স্বামীর সঙ্গে নানা ছবি ও ভিডিও পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ার। যা থেকে বোঝা যায় কোনো অশান্তি ছিল না অভিনেত্রীর সংসারে।
অপর্ণার মৃত্যুতে শোকস্তব্ধ মালয়লম ইন্ডাস্ট্রি। অনেক হিট ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা। তার মধ্যে অন্যতম ‘মেঘাতীর্থম’, ‘কলকি’। ‘চান্দনামাজা’- এর মত চর্চিত মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন অপর্ণা। এছাড়া মোহনলাল অভিনীত ‘চন্দ্রমুখী’ ছবিতে অভিনয় করেছেন অপর্ণা।