23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দেশের নাম বদল দিয়ে মোদিকে মোক্ষম প্রশ্নে ফাঁসালেন ইন্ডিয়া জোট

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – একদেশ এক নির্বাচন নিয়ে জল্পনার মধ্যেই চুপিসারে দেশের নাম বদলেরও কাজ শুরু করেছে মোদি সরকার। তবে এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছে ইন্ডিয়া জোট। এমনকি মোদি সরকারকে মুখের উপর জবাবও দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেশের নাম বদল দিয়ে মোদিকে জটিল প্রশ্ন বানে ফাঁসালেন অরবিন্দ কেজরিওয়াল। ইতিমধ্যেই জি-২০ সম্মেলন উপলক্ষ্যে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলিকে বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আমন্ত্রণপত্রে লেখা, ‘প্রেসিডেন্ট অব ভারত’ বা ‘President of Bharat’। এবার প্রকাশ্যে এল ‘দ্য প্রাইম মিনিস্টার অব ভারত’। যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা।

    ২০তম এসিয়ান ইন্ডিয়া সামিট ও ১৮তম EAS শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলন হবে আগামী ৭ ই সেপ্টেম্বর। মঙ্গলবার রাতে এই সফরের বিষয়ে জানিয়েছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। সেখানে ইংরাজিতে ‘প্রাইম মিনিস্টার অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা ‘দ্য প্রাইম মিনিস্টার অব ভারত’।

    এই নিয়ে সরব হয়েছেন ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘দেশের নামও কি বদলে যাবে এবার? গোটা বিশ্ব ভারতকে চেনে ‘ইন্ডিয়া’ নামে। কিন্তু রাষ্ট্রপ্রতির আমন্ত্রণপত্রে তা বদলে দেওয়া হয়েছে’।

    পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘I.N.D.I.A. জোট যদি নাম বদলে ভারত করে, তাহলে কি বিজেপি দেশের নাম ভারত থেকে অন্য কিছুতে পরিবর্তন করবে?’

    কংগ্রেসের মিডিয়া প্রধান তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ X প্ল্যাটফর্মে লিখেছেন, ‘খবর তাহলে সত্যি। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। সেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখা আছে। সংবিধানের ২ নং অনুচ্ছেদে বলা রয়েছে, ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে। কিন্তু সেই যুক্তরাষ্ট্রের উপরই আঘাত হানা হচ্ছে’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img