নিজস্ব প্রতিনিধি , দিল্লি – দেশ জুড়ে চলছে নাম বদলের বিতর্ক। এরমধ্যেই জি-২০ সম্মেলন উপলক্ষ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের। এই আমন্ত্রণ পাঠানো হয়েছে রাইসিনা হিলের পক্ষ থেকে। সেই আমন্ত্রণ পত্রে ‘প্রেসিডেন্ট অব ইন্ডিয়া’র পরিবর্তে লেখা রয়েছে ‘প্রেসিডেন্ট অব ভারত’। যা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। এবার রাষ্ট্রপতির নৈশভোজের আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে উপস্থিত থাকবেন দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। তাই চলতি মাসে ফের মুখোমুখি হবে মুখ্যমন্ত্রী-রাষ্ট্রপতি।
সূত্রের খবর , রাষ্ট্রপতির নৈশভোজের আমন্ত্রণে আগামী ৯ ই সেপ্টেম্বর দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছে প্রথমে ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেবেন তিনি। তার পরদিন অর্থাৎ ১০ই সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় ফিরে আবার বিদেশ সফরে যাবেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যে বিদেশি বিনিয়োগ আনতে স্পেন এবং দুবাই যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সফরে মমতার সঙ্গে থাকবেন বাংলার অন্যতম আইকন সৌরভ গাঙ্গুলি। স্পেন এবং দুবাইতে বণিক সভার কাছে বাংলায় শিল্প স্থাপনের জন্য প্রস্তাব রাখবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তাদের সঙ্গে বিনিয়োগ নিয়ে বিশেষ বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।