23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আজ থেকে রাজ্যে ফের শুরু দুয়ারে সরকার ক্যাম্প , মিলবে একাধিক নতুন পরিষেবা

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হল ‘দুয়ারে সরকার‘। এর আক্ষরিক অর্থ হল আপনার দুয়ারে পৌঁছে যাবে সরকার। মূলত রাজ্যের সকল নাগরিকদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে মমতা সরকার। যেখানে রাজ্যের সকল প্রকার সুবিধা নিয়ে আপনার দুয়ারে হাজির হবে সরকার পক্ষের বিভিন্ন দফতরের অধিকারীকরা। এবার ফের এই প্রকল্প শুরু হচ্ছে ১লা সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে।১৬ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

    সূত্রের খবর, রাজ্য সরকারের বেশিরভাগ প্রকল্পের সুবিধা এবারের দুয়ারে সরকারের ক্যাম্পে পাওয়া পাওয়া যাবে। যেমন – লক্ষ্মী ভান্ডার, কৃষক বন্ধু, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সব ধরণের সুবিধা। তবে এখানেই শেষ নয়। এই বারের দুয়ারে সরকারের ক্যাম্পে নতুন ৩ টি সুবিধা পেতে চলেছে রাজ্যের মানুষ। একটি হল পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্টারের সুবিধা মিলবে। রাজ্যের শ্রম বিভাগের অধীনে পরিযায়ী শ্রমিকদের নাম ও তথ্য বিবরণী নথিভুক্তিকরণ হবে। 

    দ্বিতীয়টি হলো রাজ্যে যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ও বস্ত্র বিভাগ রয়েছে তার অধীনে উদ্যম পোর্টালে নাম রেজস্টার করতে পারবেন হস্তশিল্পী ও তাঁত শিল্পীরা। এবারের দুয়ারে সরকারের ক্যাম্পে এই সুবিধাটিও পাওয়া যাবে। তৃতীয় টি বার্ধক্যভাতার সংক্রান্ত সমস্ত রকম সমস্যা মেটানো হবে এবারের ক্যাম্পে। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় সমস্তরকম সমস্যা গ্রহণ করা হবে। তবে রবিবার ও ছুটির দিনে ক্যাম্প বন্ধ থাকবে। যে সমস্যা গ্রহণ করা হবে তার সমাধান হবে ১৮ সেপ্টেম্বর থেকে।

    কোথায় কোনদিন দুয়ারে সরকার ক্যাম্প বসবে তা সরকারের তরফে জানানো হবে। তবে আপনি আপনার মোবাইলে ঘরে বসেই জেনে নিতে পারেন আপনার বাড়ির কাছাকাছি কবে বসবে এই সপ্তম পর্যায়ের দুয়ারে সরকারের ক্যাম্প।

    প্রথমে আপনাকে ds.wb.gov.in ওয়েবসাইটে জেতে হবে।

    তারপর FIND YOUR CAMP অপশনে ক্লিক করতে হবে

    এরপর আপনার যে নির্দিষ্ট জেলা, ব্লক, পঞ্চায়েত বা ওয়ার্ড রয়েছে তার নাম বসাতে হবে। এরপরেই দেখতে পাবেন সম্পূর্ণ তথ্য।

    প্রসঙ্গত, ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার প্রকল্প এর সূচনা করেছিলেন। তারপর থেকেই সরকার দুয়ারে পৌঁছে গিয়ে রাজ্যের মানুষের সুযোগ সুবিধার কথা শুনেছে এবং তার সমাধান করেছে। এবার আবার সেই সুবিধা রাজ্যের মানুষ পেতে চলেছে। তাই দেরি না করে সমস্ত দরকারি ডকুমেন্ট নিয়ে পৌঁছে যান আপনার বাড়ির কাছের দুয়ারে সরকারের ক্যাম্পে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img