23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আগামীকাল ইন্ডিয়া জোটের মেগা বৈঠক , দিল্লির উদ্যেশে যাত্রা মমতার , যাচ্ছেন অমিতাভের পার্টিতেও

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি- ২০২৪ এ দেশের শাসকদলকে জোড়দার টক্কর দিতে বিরোধীদলগুলি এখন থেকেই রণনীতি প্রস্তুত করছে। তৈরি করছে ‘INDIA‘ জোট। আর এই জোটে থাকা দলগুলি ইতিমধ্যেই বৈঠক ডেকেছে। আগামীকাল থেকে শুরু হবে ‘INDIA‘ জোটের বৈঠক। আর এই বৈঠকে যোগ দিতেই আজ দিল্লি উড়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু বৈঠকে যোগ দিতেই নয়। এদিন সন্ধ্যায় মুম্বাইয়ে অমিতাভ বচ্চনজয়া বচ্চনের বাড়িতেও যেতে পারেন তৃণমূলনেত্রী। এমনটাই জানা গেছে।

    সূত্রের খবর , আগামী ৩১ আগষ্ট এবং পয়লা সেপ্টেম্বর মুম্বাইয়ে INDIA জোটের দলগুলি বৈঠকে বসতে চলেছে। মূলত ২০২৪ এর লোকসভা নির্বাচনে দেশে নিজেদের আধিপত্য বিস্তার করার উদ্দেশ্যে রণনীতি প্রস্তুত করতেই বৈঠক বলে সূত্রের খবর। দুদিনের এই বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন সোনিয়া গান্ধীরাহুল গান্ধীর মতো বিরোধীদলের নেতারাও। 

    তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার শুধুই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয়, মুম্বাই পাড়ি দেওয়ার পিছনে রয়েছে আরও একটি কারন। তিনি অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের কাছ থেকে পেয়েছেন রাখি উপলক্ষে আমন্ত্রণ। সেই আমন্ত্রণ তিনি সাদরে গ্রহণও করেছেন। সুতরাং খবর পাওয়া যাচ্ছে মু্খ্যমন্ত্রীর নৈশভোজ আজ বচ্চন পরিবারের সঙ্গেই হবে।

    প্রসঙ্গত , আগামীকাল ইন্ডিয়া জোটের নেতারা মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াতে নৈশভোজে অনানুষ্ঠানিকভাবে মিলিত হবেন। এরপর অফিসিয়াল ভাবে ১ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে শুরু হবে ‘INDIA’জোটের বৈঠক। কমপক্ষে ৪ ঘন্টা ধরে চলতে পারে এই বৈঠক। বৈঠকে লোকসভা নির্বাচনের প্রচার নিয়ে বেশ কয়েকটি কমিটি তৈরি হতে পারে সূত্রের খবর। আবার লোকসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানার মত দেশের বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনও আছে। সেই বিষয়গুলোও বৈঠকের আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img