23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘এটা বাংলার ঐতিহাসিক জয়’, ধূপগুড়িতে ‘বিরাট’ জয়ের পর খুশি মু্খ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিনিধি, কলকাতা- ধূপগুড়িতে এখন সবুজ ঝড়! ২৪ এর লোকসভার আগেই কার্যত আরেকবার গেরুয়া শিবিরের ‘ঘুম ওড়ালো’ ইন্ডিয়া জোটের অংশ তৃণমূল। হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত পিছিয়ে থাকতেই হলো বিজেপিকে। আর তৃণমূলের এই জয় নিয়ে উচ্ছাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ‘এটা বাংলার মাটি-জলের ঐতিহাসিক জয়’। সঙ্গে ধন্যবাদ জানালেন ভোটারদের।

    শুক্রবার বিকেলে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিমান বন্দরেই ধূপগুড়ির জয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্ছাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, এটা বাংলার মাটি, বাংলার জলের জয়। এই জয় ঐতিহাসিক জয়।”

    পাশাপাশি ভোটারদের ধন্যবাদ জানিয়ে মু্খ্যমন্ত্রী বলেন, “আমি ধুপগুড়ির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। চা বাগান থেকে রাজবংশী সবাই যেভাবে তৃণমূলকে সমর্থন করেছেন। বিজেপির একটা শক্ত ঘাঁটি। বিজেপির মন্ত্রীরা সব ওখানে পড়েছিলেন। উত্তরবঙ্গের বড় জয়। সারা ভারতে নির্বাচন হয়েছে। সেখানে চারটিতে বিরোধী ইন্ডিয়া জোট জয়লাভ করেছে। উত্তর প্রদেশের মত জায়গাতে বিজেপি হেরেছে। ত্রিপুরায় দুটো আসনে জিতে। সেখানে কাউকে লড়তেই দেয়নি। ৯০ শতাংশ ভোটে জয়লাভ করেছে। ইন্ডিয়া জোটের বড় জয় এটা।”

    আবার ধূপগুড়ি জয়ের পর মু্খ্যমন্ত্রী তাঁর ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, “বিধানসভার গুরুত্বপূর্ণ উপনির্বাচনে ধূপগুড়ির মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের সমর্থনে তাঁদের জনাদেশ দিয়েছেন – সেজন্য আমি তাঁদের আন্তরিক ধন্যবাদ জানাই। উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে আছেন এবং মা-মাটি-মানুষের সরকার যেভাবে উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং ক্ষমতায়নের সমন্বয় ঘটাচ্ছেন তাতে বিশ্বাস করেন। বাংলা তার মত জানালো এবং শীঘ্রই গোটা দেশও তার পছন্দ জানিয়ে দেবে। জয় বাংলা! জয় INDIA!”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img