23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মিজোরামে ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বুধবার সকাল সকাল বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল দেশবাসী। এদিন মিজোরামে ভেঙে পরল নির্মীয়মাণ একটি রেলের ব্রিজ। দুর্ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলেও জানা গেছে। অনেকে নিখোঁজ। যাদের মধ্যে রয়েছেন বেশকিছু বাঙালি। এদের মধ্যে রয়েছেন মালদহের ইংরেজ বাজারের কোকলা মারি,নাগরায় এবং পুখুরিয়া থানার চৌদুয়ার এলাকার কিছু শ্রমিক। এবার এই ঘটনায় টুইটারে শোক বার্তা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    মিজোরামের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ”মৃতদের মধ্যে অনেকেই মালদহের বাসিন্দা । মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার জন্য মালদহ জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে’, সোশাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

    অন্যদিকে , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকেও এই দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নিহতের প্রতিটি পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে মোদি টুইটারে লিখেছেন, ‘মিজোরামে সেতু দুর্ঘটনায় ব্যথিত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। উদ্ধারকাজ তৎপরতার সঙ্গে চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হচ্ছে।”

    উল্লেখ্য , এদিন সকালে রেল সেতুর নির্মাণকাজে নিযুক্ত ছিলেন অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক। এক পাহাড় থেকে অন্য পাহাড়কে যোগ করার জন্য এই রেলওয়ের ব্রিজ তৈরি করা হচ্ছে বলে খবর। এদিন কাজ করতে করতেই হঠাৎই ভেঙে পড়ে রেলওয়ে ব্রিজটি। এই ঘটনায় ওই ৪০ জনের মধ্যে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img