নিজস্ব প্রতিনিধি, কলকাতা- আবারও মেট্রো বিভ্রাট। সকাল সকাল গন্তব্যের জন্য বেরিয়ে চরম দুর্ভোগের মধ্যে যাত্রীরা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে মেট্রো পরিষেবা ধরে বিঘ্নিত। শনিবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত রয়েছে পাওয়ার ব্লকের মেট্রো পরিষেবা বন্ধ হয়। এর জেরে আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে মহানয়াক উত্তর কুমার মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছ।
মেট্রো সূত্রে খবর, শনিবার সকালে কালীঘাটে মেট্রো রেলের স্টার্টার সিগন্যাল অতিক্রম করার পরই এই যান্ত্রিক গোলযোগ দেখা যায়। এরপর ৮টা ১২ মিনিট নাগাদ রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কাজ শুরু হয়। আপাতত কাজ চলছে। দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গেছে মেট্রো সূত্রে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই গিরিশ পার্ক মেট্রো স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। যার জেরে কিছু সময় ব্যাহত হয় টালিগঞ্জগামী মেট্রো পরিষেবা। প্রায় ১৫-২০ মিনিট বন্ধ রাখা হয়েছিল মেট্রো চলাচল।সেদিনেও চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন মেট্রোযাত্রীরা। এবার ফের পাওয়ার ব্লকের কারনে ব্যাহত হল মেট্রো চলাচল।