নিজস্ব প্রতিনিধি, কলকাতা- পুজোর পরেই কলকাতাবাসীর জন্য অপেক্ষা করছে বড়সড় সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের গোড়াতেই বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। মাত্র মিনিটে ১২ মিনিটে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে পারবে যাত্রীরা। জুন ২০২৪ এর মধ্যেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো শুরু হয়ে যাবে বলে খবর।
সূত্রের খবর, হাওড়া ময়দান থেকে শুরু করে এসপ্ল্যানেড পর্যন্ত মোট চারটি মেট্রো স্টেশন থাকবে। মাঝের দুটি স্টেশন হলো হাওড়া স্টেশন, মহাকরণ। এই অংশে আপাতত মেট্রো পরিষেবা শুরু হলে বহু মানুষের সুবিধা হবে। তবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো চালু করা যাচ্ছে না বলে খবর। কিন্তু আগামী বছর জুনেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বা কে এম আর সি এল এর নতুন ম্যানেজিং বি কে ডিরেক্টর শ্রীবাস্তব জানিয়েছেন, “যেহেতু দেশের মধ্যে এটি প্রথম মেট্রো যেটি একটি বড় নদীর নিচ দিয়ে যাবে, তাই নিরাপত্তা সব রকম ভাবে আঁটোসাঁটো করা হচ্ছে। এখন ট্রায়াল রান চলছে। তবে যাত্রী নিরাপত্তার সাথে কোনও ভাবেই আপোষ করতে চায় না কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।”
তিনি জানিয়েছেন, “প্রাথমিকভাবে দু’টি রেক সারাদিন দু’দিকে চালানো হবে। ১২ মিনিটে রেক গুলি গন্তব্যে পৌঁছবে। মাঝখানে থাকবে তিনটি করে স্টেশন। এই ভাবেই সারাদিন পরিষেবা চলবে।”
এদিন তিনি জানান, “বউবাজারে সুড়ঙ্গে ছোটখাটো কিছু কাজ বাকি আছে। সেই কাজ শেষ হলেই সেখানে গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শুরু হবে। গ্রাউন্ড ফ্রিজিংয়ের কাজ শেষ হতে সময় লাগবে ৬ – ৮ মাস। তার পর সেখানে বাড়ি নির্মাণ শুরু হবে। ২৬টি বাড়ি নির্মাণ করতে দেড় বছর লাগতে পারে।”
প্রসঙ্গত, বউবাজার এলাকায় মেট্রোর কাজ করতে গিয়ে বেশ কয়েকবার বাড়িতে ফাটল থেকে শুরু করে সুরঙ্গে পথ তৈরি করতে গিয়ে মাটি ধসে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিয়েছিল। এবার পুরো ট্র্যাকটিতে কাজ শুরু না হলেও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে চলেছে। সব মিলিয়ে বেশ খুশিই মেট্রোযাত্রীরা।