নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা- পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার অন্তর্গত ৭ নম্বর ঢুঁড়ি তিতকুমার গ্রামে। ঘটনায় আহতকে ইতিমধ্যেই ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে আহতের পরিবারের তরফে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
সূত্রের খবর , গতকাল রাতে মেয়ের পেটে ব্যাথা হওয়ায় শ্বশুর বাড়ি থেকে তাকে তিতকুমার গ্রামের বাড়িতে নিয়ে আসে ওই গৃহবধূর মা। এরপর হঠাৎই সেখানে উপস্থিত হয় তাই স্বামী রাকিব মোল্লা। গৃহবধূর উপর চড়াও হয়ে তাঁর ঠোঁট কামড় বসায় রাকিব। এমনটাই অভিযোগ পরিবারের।
এই বিষয়ে আহতের মা জানান, কোনো কারন ছাড়াই আমার মেয়ের ঠোঁট কামড়ে দিয়ে ছিঁড়ে দেয় আমার জামাই। কোনো অশান্তিও হয়নি। গতকাল বিকেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসলে জামাই এসে উপস্থিত হয়। আর এই ঘটনা ঘটায়।
পরিবারের অন্য এক সদস্য জানান, মেয়ে জামাই বাড়িতে এসেছিল। তারপর হঠাৎ যে কি হলো। মেয়ের ঠোঁট কামড় দিয়ে ছিঁড়ে নিল। কোনো সমস্যা তো আমরা কোনো দিন দেখিনি। জামাই তো ভালো মনের মানুষ বলেই জানতাম। এরপর কি হয়েছে তা মেয়ের কাছে জানতে হবে। অন্যদিকে পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।