23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    তিনদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরলেন ঝালদার নিখোঁজ তিন কাউন্সিলার

    নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া – ৬ই সেপ্টেম্বর ঝালদা পৌরসভার চারজন কংগ্রেস কাউন্সিলার ও ঝালদা পৌরসভার পৌরপ্রধান তথা নির্দল কাউন্সিলার শীলা চ্যাটার্জী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ইতিমধ্যেই। ঝালদা পুরসভার ইতিহাসে এযেন অমোঘ পরিবর্তন। তবে রাজনীতিতে দলবদলই এখন ট্রেন্ডিং। কিন্তু যোগদানের পরের দিনই ঝালদা পৌরসভার জরুরি সভায় অনুপস্থিত ছিলেন যোগদানকারী পাঁচ কাউন্সিলার। আর সেখানেই ঘনীভূত হয়েছিল রহস্য।

    ৮ সেপ্টেম্বর পৌরপ্রধান শীলা চ্যাটার্জী পৌরসভায় এলেও বাকি চারজন কাউন্সিলারের খোঁজ মেলেনি। অবশেষে ৩ দিন পর আজ সোমবার ঐ চারজন কাউন্সিলরের মধ্যে তিন কাউন্সিলার বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেই পৌরসভাতেও যান তারা। পৌরসভায় তিন কাউন্সিলার মিঠুন কান্দু , বিজয় কান্দু ও সোমনাথ কর্মকার কে দেখা গেলেও, চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু চন্দ্রকে দেখা যায়নি এদিন।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিঠুন কান্দু ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় কান্দু জানান, নিজ নিজ ব্যক্তিগত কাজে বাইরে গিয়েছিলেন। এখানে কোনো রহস্য লুকিয়ে নেই। তাঁরা তৃণমূলে যোগদান করেছেন তৃণমূলেই আছেন। তবে বাড়ি ফেরেননি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু চন্দ্র। তবে এতো বড় বদলের পর তাঁদের এই ভাবে নিখোঁজ হয়ে যাওয়া যে মোটেই সহজ বিষয় নয়, তা বুঝতে পারছেন প্রত্যেকেই।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img