23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মিজোরামে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত ১৭ শ্রমিক 

    নিজস্ব প্রতিনিধি , আইজল – ফের ভয়াবহ ঘটনার সাক্ষী দেশবাসী। বুধবার মিজোরামে ভেঙে পরল নির্মীয়মাণ একটি রেলওয়ের ব্রিজ। ঘটনাটি ঘটেছে আইজলের কাছে সাইরাঙে। এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু ঘটেছে বলেও জানা গেছে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। যান রেলের কর্তারাও। 

    সূত্রের খবর , এদিন সকালে রেল সেতুর নির্মাণকাজে নিযুক্ত ছিলেন অন্তত ৪০ জন শ্রমিক। এক পাহাড় থেকে অন্য পাহাড়কে যোগ করার জন্য এই রেলওয়ের ব্রিজ তৈরি করা হচ্ছে। এরপর হঠাৎই ভেঙে পড়ে রেলওয়ে ব্রিজটি। এই ঘটনায় ওই ৪০ জনকে মধ্যে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর আহত। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

    এই দুর্ঘটনার বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানান, ‘যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিল উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের রাজধানীগুলিকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ। এটি কয়েক বছর ধরে তৈরি করা হচ্ছিল। ঘটনাটি ঘটেছে সকাল ১১টার দিকে। দুর্ঘটনার কারণ আমরা এখনও নিশ্চিত করতে পারিনি।’

     উল্লেখ্য , উত্তরপূর্ব ভারতে রেললাইন সম্প্রসারণের জন্য কাজ চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই কাজ যাতে দ্রুততার সঙ্গে শেষ হয় তার জন্য একাধিক ব্যবস্থাও নিয়েছে সরকার। মূলত বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিল। তবে মাঝপথে কেন এমন দূর্ঘটনা ঘটল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে রেল কর্তৃপক্ষ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img