নিজস্ব প্রতিনিধি, কলকাতা – পুজোর আগে রাজ্যের বিধায়কদের জন্যই যেন মোটা অঙ্কের ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী! একধাক্কায় ৪০ হাজার টাকা বেতন বাড়ল তাঁদের। এতদিন মাত্র মাসিক ১০ হাজার টাকা বেতন পেতেন তাঁরা। এবার তা বেড়ে দাঁড়াল মাসিক ৫০ হাজার টাকা। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এতদিন যাবৎ বিধায়করা বেতন হিসেবে মাসে হাতে পেতেন ১০ হাজার টাকা। অন্যান্য ভাতা ও বৈঠকে যোগ দিলে সেই বাবদ মাসিক প্রাপ্য দাঁড়াত ৮০-৮২ হাজার টাকা। এবার সেই প্রাপ্য বেড়ে দাঁড়াবে লাখ টাকার বেশি।
একনজরে বেতন বৃদ্ধির হিসাব
পূর্ণমন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ
ছিল ১ লক্ষ ১০ হাজার টাকা
হল ১ লক্ষ ৫০ হাজার টাকা
রাষ্ট্রমন্ত্রীদের মোট বেতন ভাতা-সহ
ছিল ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা
হল ১ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা
বিধায়কদের মোট বেতন ভাতা-সহ
ছিল ৮১ হাজার টাকা
হল ১ লক্ষ ২১ হাজার টাকা
প্রসঙ্গত, রাজ্য আর্থিক সংকটে রয়েছে বলে একাধিকবার দাবি করেছেন মুখ্যমন্ত্রী। যার দরুন বকেয়া ডিএ মেটাতে পারেনি রাজ্য সরকার। এর মাঝেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলির বরাদ্দ বৃদ্ধি করেছেন। আর এবার বিধায়কদের বেতন বৃদ্ধি করলেন। যা নিয়ে ফের একবার বিতর্ক দানা বাঁধতে চলেছে।