23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মোদি সরকারের কি সাহস আছে পার্লামেন্টে জওয়ান দেখানোর? তোপ কংগ্রেস নেতার

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – চলতি মাসের প্রথম সপ্তাতেই রাজধানী দিল্লিতে বসছে জি-২০ সম্মেলনের আসর।ভারতের জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন অন্যান্য সব দেশের রাষ্ট্র নেতারা। আলোচনা সভায় বিশ্বের গুরত্বপূর্ণ সব বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী কিছু কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

    আর সেই সব মুহুর্তের ছবি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করে প্রসংশা করেছেন শাহরুখ খান। অভিনেতা ক্যাপশনে লিখেছেন,” মাননীয় পিএম নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন। ভারতের G-20 প্রেসিডেন্সির সাফল্যের জন্য এবং বিশ্বের মানুষের জন্য একটি ভালো ভবিষ্যতের জন্য দেশগুলির মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য। এটি প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে সম্মান ও গর্বের অনুভূতি নিয়ে এসেছে। স্যার, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, একত্বে উন্নতি করব। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত…”।

    এরই মাঝে জল্পনা আরও তুঙ্গে হয়ে ওঠে। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে কিং খানের ‘জাওয়ান’। সিনেমায় যেসব মূল বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা সবই সরকার বিরোধী। ‘জাওয়ান’- এ সরকারের উদাসীনতা, কৃষকদের আত্মহত্যা, নানা দুর্নীতি, স্বাস্থ্যসেবার অপব্যবহার, জনবসতি এলাকার কাছাকাছি বিপজ্জনক কারখানার এবং ত্রুটিপূর্ণ সেনাবাহিনীর অস্ত্র এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে।

    এরই মাঝে ‘জাওয়ান’- এর শো পার্লামেন্টে দেখানো হবে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ লিখেছেন,” গদর ২ তো নতুন পার্লামেন্ট বিল্ডিং-এ কিছুদিন আগেই প্রদর্শিত হয়েছে। মোদি সরকারের কি সাহস আছে সেখানে জওয়ান দেখানোর?”

    গত ২৫শে অগস্ট থেকে তিনদিন পার্লামেন্টে পাক বিরোধী ছবি ‘গদর-২’ দেখানো হয়েছিল। আর এই সিনেমাকে কেন্দ্র বানিয়ে প্রশ্ন করছেন কংগ্রেস সাংসদ। ‘জাওয়ান’ সিনেমার শেষ দৃশ্যে শাহরুখকে বলতে শোনা যাচ্ছে, “যে নেতারা আপনার থেকে ভোট চাইছে, তাদের আপনি প্রশ্ন করুন আগামী পাঁচ বছর তারা আপনার জন্য কী করবে?”

    এরই মাঝে শোনা গিয়েছিল অ্যাটলি নাকি টুকলি করে ‘জাওয়ান’ সিনেমা বানিয়েছেন। সেই খবরেও তেমন কিছু প্রভাব পড়েনি কিং খানের ‘জাওয়ান’- এর ওপর। সম্প্রতি আরও একটি খবর শোনা যাচ্ছে রাজকুমার হিরানির পরিচালনায় শাহরুখ অভিনীত ‘ডঙ্কি’- এর কথা। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img