23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মোদি-যুবরাজের দ্বিপাক্ষিক বৈঠক , সৌদির সঙ্গে একাধিক চুক্তির সম্ভাবনা

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গতকালই শেষ হয়েছে জি-২০ সম্মেলন। এই সম্মেলনের মাঝেই প্রায় ১৫টি রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারমধ্যে উল্লেখযোগ্য ব্রিটেন , আমেরিকা। এবার তারমাঝেই সোমবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন নরেন্দ্র মোদি। দুই রাষ্ট্রনেতার মধ্যে একাধিক মউ স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

    এদিন সৌদির যুবরাজকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনে যান সৌদির যুবরাজ। সেখানে সাংবাদিকদের সামনে সৌদির যুবরাজ সালমান বলেন, ‘ভারতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। সাফল্যের সঙ্গে জি-২০ সম্মেলন আয়োজন করায় ভারতকে আমি অভিনন্দন জানাচ্ছি। দুটি দেশের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয় , তার জন্য একসঙ্গে মিলে আমরা কাজ করব’।

    সূত্রের খবর , অর্থনীতি থেকে সংস্কৃতি, প্রতিরক্ষা, বাণিজ্য, সংস্কৃতি সহ একাধিক বিষয় নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই বৈঠকের বিকেলে ফের রাষ্ট্রপতি ভবনে যান সৌদির যুবরাজের। তবে ইতিমধ্যেই জি-২০ সম্মেলনের মাঝে আমেরিকা, ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে রেল-বন্দর করিডর তৈরির মউ স্বাক্ষর হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img