23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘মোদিই আবার প্রধানমন্ত্রী হবেন’, লোকসভা ভোটের ভবিষ্যৎ বললেন দিলীপ ঘোষ

    নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর-দুয়ারে সরকারের‘ পাল্টা ‘গৃহ সম্পর্ক কর্মসূচি‘ নিয়ে হাজির গেরুয়া শিবির। ধূপগুড়ি উপনির্বাচন হারতেই ঘাসফুল শিবিরকে পরাস্ত করার জন্য অস্ত্রতে শান দেওয়া শুরু গেরুয়া শিবিরের। আর এই মর্মে শনিবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্ৰাম পঞ্চায়েতের এলাকাতে গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করল জেলা বিজেপি। এই কর্মসূচিতে উপস্থিত থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচনের ভবিষ্যৎ বাতলালেন সাংসদ দিলীপ ঘোষ

    সূত্রের খবর, শনিবার বিজেপির তরফে মেদিনীপুর সদর ব্লকের মনিদহ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন গ্ৰামে গিয়ে গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক তপন ভূঁইয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা। এই কর্মসূচিতে গ্রামের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন রাজ্য বিজেপির শীর্ষনেতারা। আর বিজেপির প্রতি ভরসা রাখার কথা বলেন, এমনটাই সূত্রের খবর।

    কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধূপগুড়ির হার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দলের উত্থান পতন থাকেই। আজ হারলে কাল নিশ্চিত জিতবো। বড়ো ভোটে জিতবো। তৃনমূলও একসময় নীচের দিকে নেমে গিয়েছিল। হেরেছিলো। তাই এটা নিয়ে ভাবার কিছু নেই। কাজ করে যেতে হবে।”

    এদিন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারি প্রসঙ্গে বলেন, “অন্যায়ের সঙ্গে যুক্ত থাকলে শাস্তি পেতে হবে। এতে রাজনৈতিক কোনো যোগ নেই। অন্যায় করলে বিজেপি বিজেপিকেও ছাড়েনা। আর ছাড়বেও‌ না।” পাশাপাশি দিলীপ বলেন, “ওসব জোট করে লাভ নেই। পরের বারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই হবেন কারন মানুষ বিজেপি ও মোদির সঙ্গে আছেন।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img