নিজস্ব প্রতিনিধি, হাওড়া – ফের হাওড়ার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। আজ সকাল দশটা নাগাদ কোনা হাইরোড এর পাশে একটি টোটো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনারস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। টোটো কারখানা হওয়ায় গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়।
যা জানা যাচ্ছে, ওই কারখানাটিতে ব্যাটারি চালিত স্কুটি মজুত ছিল প্রায় ১০০ টিরও বেশি। আগুন লাগার ফলে ব্যাটারি চালিত স্কুটি গুলি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন আপাতত নিয়ন্ত্রণেই আছে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণের খোঁজ চলছে। এদিকে আগুনে ভস্মীভূত হয়ে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, কিছু মাস আগেই হাওড়া ময়দানের মঙ্গলাহাটের ভস্মীভূত হওয়ার ঘটনা এখনও স্মৃতি থেকে মুছে যায়নি। এখনও ভস্মীভূত হাটের একাধিক অংশ। ওর মধ্যেই চলছে ব্যবসা। আর এই সবের মধ্যেই ফের ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা।