নিজস্ব প্রতিনিধি, নদিয়া – বুধবার বিকেলে নদিয়ার নবদ্বীপে তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে ৪৪তম বর্ষ কালা দিবস উপলক্ষ্যে বড়াল ঘাট স্থিত শহীদ বেদীর পাদদেশ থেকে এক বিশাল মৌন মিছিলের আয়োজন করা হয়। এ দিনের মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরিকাক্ষ সাহা ও নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ সহ নবদ্বীপ শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব থেকে শুরু করে কয়েক হাজার কর্মী সমর্থক।
এদিন শহীদ স্মরণ কর্মসূচিতে উপস্থিত হয়ে ৪৪তম বর্ষ কালা দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্লোল খাঁ। প্রসঙ্গত, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর তৎকালীন ক্ষমতাসীন বামফ্রন্ট সরকারের হার্মাদ বাহিনীদের অতর্কিত আক্রমণে খুন হতে হয় ছাত্র কিশোর স্বপন ও রঞ্জনকে। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে শহীদ স্মরণ দিবস বা কালা দিবস হিসাবে পালন করে চলেছে নবদ্বীপবাসী।
তৎকালীন কংগ্রেস নেতা তথা বর্তমান নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চম বারের তৃণমূল বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার নেতৃত্বে অভিশপ্ত এই দিনটিতে প্রতিবছর কালা দিবস হিসেবে শহরের রাজপথে কালো ব্যাচ পড়ে মৌন মিছিলের মধ্যে দিয়ে শহীদ স্বপন ,রঞ্জনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বলে জানান নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। যা এই বছর ৪৪ বছরে পদার্পণ করল। কালা দিবসের মৌন মিছিলটি নবদ্বীপ শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করে ফের শহীদ বেদীর পাদদেশে এসে সমাপ্ত হয় বলে জানা গিয়েছে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে। নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ ওয়ার্ডের শতাধিক দলীয় কর্মী সমর্থক ছাড়াও নবদ্বীপ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এদিনের মৌন মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পাশাপাশি মিছিল থেকে ধিক্কার জানানো হয় তৎকালীন বামফ্রন্ট আশ্রিত সেই সব দুষ্কৃতিদের যাদের নৃশংসতায় অকালে খুন হতে হয়েছিল তরতাজা ছাত্র কিশোর স্বপন ও রঞ্জনকে। মূলত তারই পরিপ্রেক্ষিতে প্রতিবছরের মতো বুধবার বিকেলে কালা দিবস উপলক্ষ্যে বড়াল ঘাট স্থিত শহীদ বেদীর পাদদেশ থেকে থেকে এক সুবিশাল মৌন মিছিলের আয়োজন করে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটি।