নিজস্ব প্রতিনিধি , দিল্লি- ১৯৫৪ সাল থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু হয়েছিল। এটি ভারতের সিনেমা ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। বিজয়ীদের হাতে রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেন। ২৪শে ২০২৩ আগস্ট ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য সম্প্রচারক মন্ত্রক। কে কে পাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই নিয়ে জল্পনার শেষ ছিলনা। অবশেষে সামনে এলো কারা কারা পুরস্কার পেলেন।
ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার পেলেন সুজিত সরকার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। একটি সাক্ষাৎকারে সুজিত সরকার তিনি বলেন,” ছবিটির জন্য জাতীয় স্তরে সম্মান পেয়ে আমি খুব গর্বিত। ছবিটি যে সবার এত ভালো লেগেছে তার জন্য আমি খুব খুশি। আমি আমার পুরো টিমকে ধন্যবাদ জানাই”।যুগ্মভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার অভিনেত্রী আলিয়া ভাট ও কৃতি শ্যানন। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ জনপ্রিয়তা অনেক বেশিই হয়েছিল। এবার সেই ছবিই আলিয়া ভাটকে এনে দিলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন কৃতি শ্যানন। মিমি ছবিতে গান অভিনয় সবাই জনপ্রিয়তা অর্জন করেছে।
পিছিয়ে নেই দক্ষিণী সিনেমাও ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অল্লু অর্জুন। ফিচার ফ্লিম বিভাগে ‘আর আর আর’ পুরস্কার পেলেন সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি এবং সেরা স্পেশাল এফেক্টস। সেরা গুজরাটি ছবি ‘লাস্ট ফিল্ম শো’। সেরা মৈথিলী চলচ্চিত্র’ সমানন্তর’। সেরা জনপ্রিয় চলচ্চিত্র ‘আর আর আর’। সেরা ফিচার ফিল্ম ‘রকেটরি:দ্য নাম্বি এফেক্ট’।বিশেষ জুরি অ্যাওয়ার্ড ‘শের শাহ’।
সেরা তামিল ছবি ‘কাদাইসি ভিভাসাই’ এবং সেরা কন্নড় ছবি ‘৭৭৭ চর্লি’। সেরা মারাঠি ছবি ‘একদা কে জালা’।ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা ছবির পুরষ্কার পেলেন রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি নির্দেশিত ছবি কালকক্ষ।
সেরা মেকআপ আর্টিস্ট ও সেরা সংলাপ পুরস্কারও পেলো ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা কস্টিউম ডিজাইন ‘সর্দার উধম’। সেরা মহিলা প্লেব্যাক পেলেন শ্রেয়া ঘোষাল ও ইরাভিন নিঝল।