23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জাতীয় শিক্ষকের সম্মান নিয়ে ঘরে ফিরলেন দূর্গাপুরের শিক্ষক

    নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান- প্রতিবছর শিক্ষকের দিবসের দিনে দেশের সেরা শিক্ষকদের জাতীয় শিক্ষকের সম্মান দেওয়া হয়। এবছরের তালিকায় ছিলেন দূর্গাপুরের আইটিআই কলেজের শিক্ষক রমেশ রক্ষিত। শিক্ষক দিবসের দিনের রাষ্ট্রপতির হাত থেকে তিনিও জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন।এই মতো বৃহস্পতিবার নিজের ঘরে ফিরে এলেন তিনি। তাঁকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে এলাকা জুড়ে। কলেজ পক্ষে থেকে দেওয়া হল সংবর্ধনা।

    সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে আইটিআই কলেজের তরফ থেকে তাকে সংবর্ধনা জানানোর ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি একটি পদযাত্রা করে দুর্গাপুরের মুচিপাড়া থেকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে রমেশ বাবুকে। মালা পরিয়ে তাদের কলেজের জাতীয় শিক্ষকের সম্মান প্রাপ্ত প্রিয় স্যারকে শ্রদ্ধা জানিয়েছেন পড়ুয়ারাও।

    জাতীয় শিক্ষক রমেশ রক্ষিত দূর্গাপুর সরকারি আইটিআই কলেজের ইন্সট্রাক্টর পদে কর্মরত রয়েছেন। ২০১৮ সাল থেকে তিনি এই কলেজের সঙ্গে যুক্ত। বহু ছাত্র ছাত্রীকে নিজের হাতে গড়ে তুলছেন তিনি। শিক্ষার আলো তাদের জীবনে এনে দিয়েছেন রমেশবাবু। শুধু পড়াশোনা শেখানোতেই থেমে থাকেননি তিনি। ছাত্র ছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছেন। জীবনে চলার পথে একজন ভালো মানুষ হবার শিক্ষা ছাত্র ছাত্রীদের দিয়েছেন। আর আজ সেই সব কাজের যথার্থ সম্মান পেলেন দূর্গাপুরের শিক্ষক রমেশ রক্ষিত।

    এই বিষয়ে রমেশবাবু বলেন, “এই সম্মান পেয়ে আমি আপ্লুত। পশ্চিমবঙ্গ সরকারের আইটিআই কলেজের শিক্ষক হয়ে আমি জাতীয় সম্মান পেয়েছি এটা খুব গর্বের বিষয়। রাজ্যের টেকনিক্যাল এডুকেশন দফতরকে এবং কেন্দ্রের এমএসডিকেও‌ (Ministry of Skill Development and Entrepreneurship) ধন্যবাদ জানাবো আমাকে এত বড়ো সম্মান দেওয়ার জন্য। আর আমার প্রিয় ছাত্র ছাত্রীদেরও অসংখ্য ধন্যবাদ জানাই।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img