23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    সুন্দরী তামান্নাকে কেমন ভোগ করলেন? বিদেশ থেকে ফিরতেই তীব্র কটাক্ষের মুখে বিজয়

    নিজস্ব প্রতিনিধি , চেন্নাই – দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেত্রী তামান্না ভাটিয়া। তার ব্যক্তিগত জীবন হোক বা কর্ম জীবন দুই নিয়েই বেশ চর্চিত অভিনেত্রী। গত বেশ কিছু বছর ধরে তামান্না বলিউডে অভিনয় করেছেন। ২০২২ সালের শেষ দিকে তার এবং বলিউড অভিনেতা বিজয় বর্মার প্রেমের গুঞ্জন শোনা যায়। বিজয়ও চুটিয়ে প্রেম করছেন তামান্নার সঙ্গে। সম্প্রতি তারা বিদেশ ভ্রমণেও গিয়েছিলেন। তার একাধিক ঘনিষ্ট ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এরমধ্যেই প্রেমিকার সঙ্গে একান্ত সময় কাটিয়ে দেশে ফিরেছেন বিজয়। এদিকে দেশে ফিরতেই তীব্র ট্রোলের সম্মুখীন হলেন অভিনেতা।

    লাস্ট স্টোরিজ় ২’-এর সেটেই একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন বিজয় ও তমন্না। সময় ব্যয় না করেই প্রেম করছেন তারা , সেকথাও স্বীকার করেছেন তামান্না-বিজয়। তারপর থেকেই একাধিক বার তাদেরকে একসঙ্গে বিভিন্ন শো , পার্টি , বিমানবন্দরে দেখা গেছে। বৃহস্পতিবার মালদ্বীপে ছুটি কাটিয়ে দেশে ফিরেছে তারা। সোশ্যাল মিডিয়ায় মালদ্বীপ ট্যুরের ছবিপোস্ট করেছেন। গতকাল বিমানবন্দরে তামান্না ও বিজয়কে একসঙ্গে দেখা যায়। তাহলে কি শীঘ্রই বিয়ের সানাই বাজতে চলেছে?

    সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, “এখন বিয়ের মুড নেই আমার। এই মুহূর্তে ক্যারিয়ারই ফোকাস করতে চাই। তবে হ্যাঁ, বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে আমার বিশ্বাস রয়েছে। এখন অনেক ধরনের কাজের অফার আছে সেইটাতেই ফোকাস করতে চাই”।

    তাদের প্রেম নিয়ে প্রশ্ন করলে বিজয় জানিয়েছেন, “ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে শুরু করি, তখন আমি এক সংকল্প নিয়েছিলাম। জীবনে কোনওদিন কোনও নায়িকার সঙ্গে সম্পর্কে জড়াব না। মনে হয় আমি তখন ইন্ডাস্ট্রির উপর বেশি রেগে ছিলাম। তবে যখন তামান্নার সঙ্গে দেখা হয় তখন বুঝতে পারলাম একজনের মধ্যে সবকিছু আছে। ও খেলা বোঝে, ব্যবসার প্রতি ঝোঁক রয়েছে, শিল্প-সাহিত্য সম্পর্কে ধারণা রয়েছে। একটা সিনেমা তৈরির যাবতীয় জ্ঞান ওর রয়েছে”।

    সম্প্রতি তামান্নার অভিনীত সিনেমা ‘জেলর’ মুক্তি পেয়েছে। ‘কাভালা’ গানে তিনি রজনীকান্তের সঙ্গে ঠুমকা লাগিয়েছেন।করিনার ‘জানে জান’-এ দেখা যাবে বিজয়কে। আফগানি শো, মার্ডার মুবারকের মতো প্রোজেক্ট কাজ করতে চলছেন বিজয়। সব মিলিয়ে ২ জনেরই কেরিয়ার এখন তুঙ্গে। তবে এদিন দেশে ফিরতেই নেটিজেনদের নোংরা কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে বিজয়কে। যদিও তিনি তার কোনো উত্তর দেননি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img