নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজ্যপালের সংঘাত জারি আছে। গতকাল রাজভবনের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে বলা হয় আচার্যের পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান হলেন উপাচার্য। আর এর মধ্যেই আবার রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস। রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিল না। যার ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। আর সেই সময় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন যতদিন না উপাচার্য নিয়োগ না হচ্ছে ততদিন আমি নিজে উপাচার্যের দায়িত্ব পালন করবেন।আর এর মধ্যেও এবার সেই ১৪টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন বোস। রবিবার গভীর রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন রাজ্যপাল। এছাড়াও
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেশ কয়েকদিন ধরেই রাজ্য রাজ্যপালের সংঘাত জারি আছে। গতকাল রাজভবনের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়, তাতে বলা হয় আচার্যের পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান হলেন উপাচার্য। আর এর মধ্যেই আবার রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস।
রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিল না। যার ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। আর সেই সময় উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন রাজ্যপাল। তিনি বলেছিলেন যতদিন না উপাচার্য নিয়োগ না হচ্ছে ততদিন আমি নিজে উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
আর এর মধ্যেও এবার সেই ১৪টি বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করলেন বোস। রবিবার গভীর রাতে এক বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছেন রাজ্যপাল। এছাড়াও এদিন বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এবং কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যাযেরও অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বোস।
সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন গৌতম চন্দ্র, মাকাউটে উপাচার্য হলেন তাপস চক্রবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন ইন্দ্রজিৎ লাহিড়ি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন দেবব্রত বসু। এছাড়া ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল এন্ড ফিশারিজ ইউনিভার্সিটির উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন শ্যামসুন্দর দানা।
বেলগাছিয়ার পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এবং কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যাযেরও অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল বোস। সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন গৌতম চন্দ্র, মাকাউটে উপাচার্য হলেন তাপস চক্রবর্তী, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন ইন্দ্রজিৎ লাহিড়ি, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন দেবব্রত বসু। এছাড়া ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল এন্ড ফিশারিজ ইউনিভার্সিটির উপাচার্য পদের দায়িত্ব সামলাবেন শ্যামসুন্দর দানা।