23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ‘কথা দিচ্ছি আলাদা মহুকুমা হবে’, ধূপগুড়ি উপনির্বাচন জিততে ‘অস্ত্র’ ছুঁড়লেন অভিষেক

    নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি – ধূপগুড়ি উপনির্বাচনে প্রচারের শেষ মুহূর্তে ঝড় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। আর শুক্রবার নির্বাচনী প্রচারে গিয়ে বড়সড় প্রতিশ্রুতি দিলেন তিনি। এদিন ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ির আলাদা মহুকুমা করে দেবার প্রতিশ্রুতি দিলেন অভিষেক। যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে চারিদিকে।

    এদিন প্রচারের শুরু থেকেই ধূপগুড়ির মানুষের সুবিধা অসুবিধার কথা জানতে অভিষেক। তখনই দাবি ওঠে আলাদা মহুকুমা করে দেবার। আর এই দাবির মান্যতা দিয়ে অভিষেক বলেন, “আজ সেপ্টেম্বরর ২ তারিখ, কথা দিচ্ছি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ির আলাদা মহুকুমা বানিয়ে দেওয়া হবে।” সঙ্গে তিনি এও বলেন, “মহকুমা হলে গ্রামীণ হাসপাতাল এমনি মহকুমা হাসপাতাল হয়ে যাবে। বিজেপি নেতারা কোনদিন ধূপগুড়িতে মহকুমা করার দাবি তোলেননি। বিজেপি টাকা দিলে নিয়ে নেবেন, বড়ফুলের টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন। কথা রাখতে না পারলে, আর মুখ দেখাবো না।”

    এখানেই শেষ নয়। এদিনের সভামঞ্চ থেকে জয়ী প্রধানদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রধানরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে। কাজ না করলে কাউকে পদে রাখা হবে না।”

    অভিষেক বলেন, ‘আমি দু’মাস পর রিপোর্ট নেব। দেখব কারা কারা মানুষের জন্য কাজ করেছেন। যদি কেউ ভাল কাজ করে তবে তাঁর পদের মেয়াদ বাড়বে, আর যদি কেউ খারাপ কাজ করে না মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে তবে তাঁকে দল থেকে বহিষ্কার করে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হবে।’

    প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচন। প্রচারের লড়াই চলছে হাড্ডাহাড্ডি। এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। অন্যদিকে, বিজেপির প্রার্থী রয়েছে পুলওয়ামা হামলায় শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী তাপসী রায়। বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকালপ্রয়াণের ফলে এই নির্বাচন ফের করা হচ্ছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img