তৎকালীন ব্রিটিশ শাসনাধীন ভারতে অসম বাধা অতিক্রম করে পথ চলা শুরু করেছিল একাধিক সংবাদ পত্র। তারপর দেশ তথা গোটা বিশ্বে ক্রমে বদল এসেছে। বিপ্লবের ফলে সংবাদ পত্র থেকে সংবাদ মাধ্যম তারপর তা ক্রমে ডিজিটালে রূপ নিয়েছে। সেই আধুনিক ডিজিটাল যুগে নয়া ভূমিকায় অবতীর্ণ হলো নিউজ গ্রাফ ইন্ডিয়া। আজ থেকে গণতন্ত্রের চতুর্থ স্থম্ভের আরেক সদস্য এই নিউজ গ্রাফ ইন্ডিয়া। রাজ্য-দেশ তথা গোটা বিশ্ববাসীর কাছে আমরা সত্য-সততা-নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারবদ্ধ হলাম।
আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর ২০২৩ সাল থেকে পথ চলা শুরু করলো নিউজ গ্রাফ ইন্ডিয়া। গুটি গুটি পায়ে এর সূচনা হলেই পথ চলা এতটাও কন্টকবিহীন ছিল না। সেই পরিস্থিতিতেও দাঁড়িয়ে আমরা গোটা বিশ্বের কাছে আজ থেকে অঙ্গীকারবদ্ধ হলাম। কালোকে কালো আর সাদাকে সাদাই বলবো আমরা। এখানে নেই কোনো রঙের পক্ষপাতিত্ব , নেই কোনো বিশেষ রাজনৈতিক তথা ব্যক্তির তাবেদারিত্ব। এটাই নিউজ গ্রাফ ইন্ডিয়ার মূল অঙ্গীকার।
পাঠক , শ্রোতা , জনগণের কাছে আমরা সর্ব-সম্মত ভাবে উপলব্ধ। রাজনীতি থেকে বিনোদন , খেলা থেকে বিশ্ব , সব সংবাদই মিলবে এই নিউজ গ্রাফ ইন্ডিয়া’য়। তাও আবার সম্পূর্ণ ডিজিটাল। শুধুমাত্র একটা ক্লিক আর পেয়ে যাবে আপনার পছন্দ মতো সংবাদ। রাজ্য থেকে দেশ তথা বিশ্বে কখন কি হচ্ছে তা জানতে চোখ রাখুন নিউজ গ্রাফ ইন্ডিয়া’র পেজে। আমরা ডিজিটাল সাইট – www.newzgraphindia.com , এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম – ফেসবুক , ইউটিউব , এক্স হ্যান্ডেলে (যা ট্যুইটার নামে পরিচিত), ইনস্টাগ্রাম এও সমান ভাবে উপলব্ধ। একইসঙ্গে পাঠকদের জানানো হচ্ছে , শুধু মাত্র এখানেই শেষ নেই , আগামীদিনে বিশেষ চমক দেবে নিউজ গ্রাফ ইন্ডিয়া। তার সেই সব চমকের জন্য সর্বদা নজর রাখুন নিউজ গ্রাফ ইন্ডিয়া‘য়।
আমাদের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ আরও অনেকে।