23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ফ্লুরোসেন্ট বিকিনিতে ছবি পোস্ট , নতুন করে বিপত্তিতে নুসরাত

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়া হোক বা সংসদ ভবনে হোক , সর্বত্রই চর্চায় থাকেন অভিনেত্রী নুসরাত জাহান। প্রায়ই তাকে নিয়ে নানান ট্রোলড করা হয়। তবে সেইসব কিছুকে পাত্তা দেন না অভিনেত্রী। বর্তমানে নুসরাত চুটিয়ে সংসার করছেন যশের সঙ্গে। এরমধ্যেই এদিন দুপুরে বিকিনিতে ছবি পোস্ট করেন। তার পরই ফের শুরু হয়ে যায় আলোচনা।

    সম্প্রতি মালদ্বীপ ট্যুর করে শহরে ফিরে এসেছেন নুসরাত ও যশ। কিন্তু ঘরে এসেও মালদ্বীপের রেশ কাটনি অভিনেত্রীর। রবিবার সোস্যাল মিডিয়ায় দুজনেই ছবি পোস্ট করেন। নুসরাতকে দেখা গিয়েছে ফ্লুরোসেন্ট সবুজ রঙের বিকিনিতে এবং যশ ধরা দিলেন শার্টলেস অবতারে।

    ২০২১ সালে অগাস্টে মা হন তিনি। নানা বিষয় নিয়ে বিতর্ক উঠে আসে অভিনেত্রীর দিকে। কেউ কেউ তাকে ‘অতি রোগা’ বলে ট্রোলড করে। মুসলিম হয়ে বিকিনি পড়ে এই নিয়েও বহুবার কটাক্ষের সম্মুখীন হয়েছে অভিনেত্রী। আগামীতে তার এবং যশের প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পেতে চলেছে ‘মেন্টাল’। ইতিমধ্যেই সেই ছবির শুটিং শুরু হয়ে গেছে।

    প্রসঙ্গত , কিছু দিন আগে ফ্ল্যাট বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠে আসে নুসরতের নামে। তবে সাংবাদিক সম্মেলনে নুসরাত সাফ জানিয়েছিলেন,” সংস্থার থেকে ঋণ নিয়েছিলাম। যা আমি পরে পরিশোধও করে দিই”। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে জানান,” তাকে কোনো ঋণ দেওয়া হয়নি”।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img