নিজস্ব প্রতিনিধি , কলকাতা – ২৪শে আগস্ট অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩। ২০১৪ সাল থেকে অনুষ্ঠিত। ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীদের হতে পুরষ্কার তুলে দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কে হবে সেরার সেরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন সকলে।
অভিনেত্রী ঐন্দ্রিলার মৃত্যু এখন মেনে নিতে পারেনি কেউই।টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে মরণোত্তর সম্মান দেওয়া হয় ঐন্দ্রিলা শর্মাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐন্দ্রিলার মা ও বাবা। একই সঙ্গে রামপ্রসাদ ধারাবাহিকের জন্য অ্যাওয়ার্ড পেলেন সব্যসাচী চৌধুরী। সব্যসাচী চৌধুরীর ও ঐন্দ্রিলা শর্মার সম্পর্কটা এখনো আলো দেখায় অনেক জুটিকে। একই মঞ্চ থেকে অ্যাওয়ার্ড পেলেন দুজনেই।
এখানেই শেষ না সেরার সেরা জুটির শিরোপা পেলেন যৌথভাবে ‘অনুরাগের ছোঁয়া‘-এর সূর্য-দীপা এবং ‘বাংলা মিডিয়াম’-এর বিক্রম-ইন্দিরা। সেরা অভিনেতা ‘অনুরাগের ছোঁয়া’-এর সূর্য ও সেরা অভিনেত্রী ‘জগদ্ধাত্রী’-এর জগদ্ধাত্রী।সেরা পরিবার সম্মান পেলেন ‘নিম ফুলর মধু’… ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘গাঁটছড়া’।
প্রিয় ছেলে পেলেন যৌথভাবে ঋদ্ধি(গাঁটছড়া) ও শঙ্কর (হরগৌরী পাইস হোটেলে )। সেরা শাশুড়ি লাবণ্য সেন (অনুরাগের ছোঁয়া )। সেরা মা মঞ্জিরা (গাঁটছড়া)। সেরা বউমা সম্মান পেলেন দীপা (অনুরাগের ছোঁয়া)। সেরা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবং সুশান্ত দাস।
সেরা বোন ও ভাই বনি (গাঁটছড়া) ও জয় (অনুরাগের ছোঁয়া)। বিশেষ পুরষ্কার ঝোড়া (বালিঝড় ঝোড়া)। সেরা খল-নায়ক পলাশ (খেলনা বাড়ি পলাশ) ও রাহুল (গাঁটছড়ার )। সেরা খল-নায়িকা শৈলজা (গৌরী এল), রোহিনী (গোধূলি আলাপ), দিব্যা (জগদ্ধাত্রী), মিশকা (অনুরাগের ছোঁয়া)।