নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ২৪শে আগস্ট অনুষ্ঠিত হয় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩। টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে মরণোত্তর সম্মান দেওয়া হয় ঐন্দ্রিলা শর্মাকে। এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন প্রয়াত অভিনেত্রীর মা-বাবা ও দিদি। ২০২২ সালে ২০ নভেম্বর মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে চলে যায় ঐন্দ্রিলা শর্মা। আজ দেশ জুড়ে সর্বত্রই চলছে রাখীবন্ধন উৎসব। এরইমাঝে মন খারাপ বার্তা উঠে এলো ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যর প্রোফাইলে।
প্রায় এক বছর হতে যায় ঐন্দ্রিলার মৃত্যুর। ঐন্দ্রিলার মৃত্যু এখন মেনে নিতে পারেনি কেউই। শেষ কটাদিন হাসপাতালে জীবনের সঙ্গে শেষ লড়াই করেছিলেন তিনি। মা বাবা কাছের মানুষ সঙ্গে অনুরাগীরাও প্রার্থনা করত। একটাই চাহিদা ছিল আবার স্বাভাবিক ছন্দে ফিরুক তিনি। যদিও তা হয়নি। নিষ্ঠুর বাস্তবের কাছে টেকেনি কোনো প্রার্থনা। আজ তারাদের দেশে ঐন্দ্রিলা।
মাঝে কেটে গেছে অনেক গুলি মাস। আজ রাখীর দিন মন খারাপ বার্তা ভেসে এলো ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্যর প্রোফাইলে। পেশায় চিকিৎসক ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য। রাখীর দিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখলেন,” যত দিন যাচ্ছে সব আরও কঠিন হচ্ছে। হ্যাপি রাখী বোনু”। নেটিজনদের অনেকেই কমেন্ট করে তাদের অনুভূতির কথা লিখেছেন।
পোস্ট করা ভিডিওতে দেখা লাল রঙের পোশাকে ঐন্দ্রিলা।মুখে সেই মিষ্টি হাসিখানা। নেটিজেনদের অনেকেই বলেছেন, “এই হাসিটা খুব মিস করি। যেখানে আছো ভালো থেকো”, “খুব কষ্ট হচ্ছে তোমার বুঝতে পারছি। তোমার বোনু তোমার কাছে ফিরে আসুক”।