নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ – আইনি লাল ফিতের ফাঁস থেকে যেন কিছুতেই মুক্তি পাচ্ছেন না ইমরান খান। চলতি মাসের শুরুতেই তোষাখানা মামলায় বড়সড় ধাক্কা খেয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ইমরান খান। এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের জেল , ৫ বছর নির্বাচনে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা সহ ১ লক্ষ টাকা জরিমানা করা হয় তার। এরপর গত মঙ্গলবার ইমরান খানকে জামিন দেওয়ার নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। তবে জামিন পেলেও আপাতত জেলই হেফাজতে থাকতে হবে ইমরান খানকে।
গত মঙ্গলবার তোষাখানা মামলায় জামিন পাওয়ার পর সাইফার মামলায় ফের গ্রেফতার করা হয় ইমরান খানকে। সূত্রের খবর , বুধবার সাইফার মামলায় আদালতে পেশ করা হয় ইমরানকে। এই মামলায় আগামী ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য , পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারানোর জন্য আমেরিকাকে দায়ী করেছিলেন ইমরান খান। সেই নিয়ে একটি তথ্যও প্রকাশ করেছিলেন তিনি। এই নিয়েই ইমরানের বিরুদ্ধে সাইফার মামলা করা হয়। এবার সেই মামলাতেও জেল বন্দি হলেন তিনি।