23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ওকে হাতের কাছে পেলে ঠাসিয়ে চড় মরবো , কঙ্গনাকে চরম হুঁশিয়ারি পাক অভিনেত্রীর

    নিজস্ব প্রতিনিধি , মুম্বই – নিত্য নতুন বিতর্কের মধ্যে থাকেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাওয়াত। বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে ভালো না।বিশেষত স্টার কিডদের কঙ্কনা একদমই পছন্দ করেন না। কঙ্কনার কটাক্ষের শিকার। এবার বাদ গেলেন না পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ

    সম্প্রতি অভিনেত্রী নওশীন শাহ পাকিস্তানের মোমিন শাকিবের শোতে হাজির হয়েছিলেন। তাকে সেখানে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় বলিউডের কোন অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে আপনি দেখা করতে চান? উত্তরে নওশীন বলেন,” কঙ্গনা রানাওয়াত। কারণ উনি আমার দেশ নিয়ে কথা বলেছে। লোকের দেশ নিয়ে কথা না বলে উনি বরং নিজের অভিনয়, বিতর্ক এবং প্রেমিকদের দিকে মনোযোগ দিন”।

    বলিউড কুইনের দিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে জিজ্ঞেস করে,”আপনি কীভাবে জানলেন পাকিস্তানে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা হয়? আপনি কীভাবে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে জানলেন? আপনি কীভাবে আমাদের দেশের এজেন্সিগুলি সম্পর্কে জানেন?” এমনি অভিনেত্রী নওশীন শাহ কঙ্গনাকে ‘চরমপন্থী’ বলেও অভিহিত করেছেন।

    আগামীতে পি ভাসু পরিচালনায় আসতে চলছে ‘চন্দ্রমুখী-২’। মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আগামী ১৯ সেপ্টেম্বের গণেশ চতুর্থীর দিন মুক্তি পেতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী ২৪ নভেম্বর মাসে মুক্তি পেতে চলেছে ‘এমার্জেন্সি’। ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img