নিজস্ব প্রতিদিন , মুম্বই – রিং সিরিমনির পর চলতি মাসেই বিয়ে করতে চলেছেন পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা। রাজস্থানের উদয়পুরে বিয়ে করতে চলেছেন এই হবু দম্পতি। আগামী ২৩ ও ২৪ শে সেপ্টেম্বরে ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে বিবাহ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
কিছুদিন আগেই উজ্জয়িনীর মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল এই হবু দম্পতির। তার কিছু মাস আগে জুটি গিয়েছিলেন অমৃতসরের স্বর্ণমন্দিরে। ছবি পোস্ট করে সে কথা জানান অভিনেত্রী। ইতিমধ্যেই রাজস্থানের প্যালেসে শুরু হয়ে গেছে বিয়ের সাজগোজ। শোনা যাচ্ছে বিবাহ অনুষ্ঠানে যোগ দেবে ৩০০-রও বেশি অতিথি অভ্যাগতরা এবং ১০০ জনেরও বেশি VVIP অতিথি।
অতিথিদের জন্য প্যালেস এবং রিসোর্ট বুকিং করা হয় গেছে। যেহেতু রুপোলি পর্দা এবং রাজনৈতিক দুই দিকের মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবে সে জন্য কড়াভাবে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। পরিনীতি চোপড়ার দিদি প্রিয়াঙ্কা চোপড়াও এই বিলাস বহুল প্যালেসেই বিয়ে করেছিলেন। বোনের বিয়েতে উপস্থিত থাকবেন পুরো চোপড়া পরিবার সঙ্গে দিদি প্রিয়াঙ্কা চোপড়া ও জামাইবাবু নিক জোনাস। এছাড়াও বলিউডের একাধিক স্টার এবং রাজনৈতিক দলের একাধিক নেতা মন্ত্রীরা।
সূত্রের খবর , ২৩ শে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে বিয়ের অনুষ্ঠান। নিয়ম করেই পালন হবে মেহেন্দি, সঙ্গীত ও বিয়ের নানা অনুষ্ঠান। তার আগেই অতিথিরা রাজস্থানে পৌঁছে যাবেন। গত ১৩ই মে দিল্লির কাপুরথালা হাউস, কনট প্লেসে ঘটা করে বাগদান সেরেছিলেন পরিনীতি চোপড়া ও রাঘব চড্ডা।