নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিউডের ‘বেল্ট ম্যান’ নামে পরিচিত অভিনেতা রঞ্জিত মল্লিক। তার বিখ্যাত ডায়লগের মধ্যে অন্যতম ডায়লগ ‘চাবকে পিঠের চামড়া তুলে নেব’। দীর্ঘ বেশ কিছু বছর পর সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় সিনেমার পর্দায় ফিরছেন অভিনেতা। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘তারকার মৃত্যু’ ছবিতে দেখা যাবে তাকে। সিনেমার পার্নো মিত্র ও ঋত্বিক চক্রবর্তী কেও দেখা যাবে।
মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। একইসঙ্গে মুক্তি পেয়েছে অভিনেতা এবং অভিনেত্রীর ফাস্ট লুক। পোস্টার শেয়ার করে সুরিন্দর ফিল্মসের প্রযোজনা সংস্থা লিখেছেন, “আতঙ্ক? নাকি রহস্য? নাকি দুটোই!?” কাঁচা পাকা ব্রাশ করা চুল ও বেশ গোয়েন্দা পোশাকে দেখা যাচ্ছে রঞ্জিত মল্লিককে। অন্যদিকে ঋত্বিক চক্রবর্তীকেও তেমন স্মার্ট লুকে দেখা যাচ্ছে এবং মুখে ভয় নিয়ে দৌড়াতে দেখা যাচ্ছে পার্নো মিত্রকে।
ছবিতে স্বামী ও স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও পার্নো মিত্র। সিনেমায় চিত্রনাট্যকার চরিত্রে দেখা যাবে ঋত্বিককে এবং স্কুল শিক্ষিকা চরিত্রে পার্নো। তারা দুজন কালিম্পংয়ের একটি ভুতুড়ে বাংলো বাড়িতে ছুটি কাটাতে যান। হঠাৎই অলৌকিক হত্যা রহস্যে জড়িয়ে যান তারা। তারপরই সেখানে আসবে একজন তদন্তকারী অফিসার যিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। তদন্তকারী অফিসার হিসাবে দেখা যাবে রঞ্জিত মল্লিককে। আগামী ২৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘তারকার মৃত্যু’।
এছাড়াও মুখ্য ভূমিকায় থাকবেন প্রিয়াঙ্কা মণ্ডল, অনিন্দ্য পুলক বন্দোপাধ্যায়, এবং সোহম মজুমদার। গল্পটি লিখেছেন হিন্দোল চক্রবর্তী। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।