নিজস্ব প্রতিনিধি , কলকাতা – শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এক বছরের বেশি সময় ধরে জেলে বন্দি আছেন পার্থ চট্টোপাধ্যায়। আর এর মধ্যেই এদিন ফের জামিনের আবেদন করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আবেদন করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি আছে।
গত বছরের ২৩ জুলাই গ্রেফতার করা হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এক বছরেরও বেশি সময় ধরে নিম্ন আদালতে একাধিকবার অসুস্থতার কারণে জামিনের আবেদন করেন পার্থ। কিন্তু কোনও আবেদনই গ্রাহ্য হয়নি। এরপর এদিন এই একবছর ধরে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ হয়নি এই যুক্তি দেখিয়ে হাইকোর্টে জামিনের আবেদন করলেন পার্থ চট্টপাধ্যায়।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তার দাবি, নিয়োগ-দুর্নীতি নিয়ে যে সব অভিযোগ সামনে আসছে, তার কোনওটিতেই তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। এছাড়া যে বিপুল নগদ টাকা উদ্ধারের পর তাকে গ্রেফতার করা হয়েছিল, সেটাও তার বাড়ি থেকে উদ্ধার হয়নি বলে উল্লেখ করেছেন পার্থ।
এরপরে বুধবার শুনানির সময় জামিনের বিরোধিতা করে ইডি। ইডির আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেয় আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিন সপ্তাহ সময় চেয়েছিল। তবে আদালত অত সময় দিতে চায়নি। ২০ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে হলফনামা জমার নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, আগামী ৯ অক্টোবর শুনানি হবে এই মামলার।