23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না , পশ্চিমবঙ্গ দিবস নিয়ে শুভেন্দুকে সপাটে জবাব মমতার

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পশ্চিমবঙ্গ দিবস নিয়ে রাজ্য আর বিরোধীর সংঘাত আরও বাড়লো বিধানসভায়। পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে প্রস্তাব আনল সরকার। পয়লা বৈশাখের দিনই পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস‘, বিধানসভায় এদিন সাফ জানিয় দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন তারই বিরোধিতা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি শাসক দলকে উদ্দেশ্য করে বলে ‘ইতিহাস আপনারা বদলাতে পারবেন না।’

    বৃহস্পতিবার দুপুর বেলা বিধানসভায় রাজ্য সরকারের ১১ জন মন্ত্রী পয়াল বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তাব পেশ করে। কিন্তু তখনই হই হই করে ওঠে বিজেপি বিধায়করা। এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘২১ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অস্বীকার করতে চায়ছে। আর সংখ্যার জোরে তৃণমূল সরকার যদি বিল পাস করিয়েও নেয়, রাজ্যপালকে ওই বিলে আমরা সই করতে দেব না।’

    এরপরেই শুভেন্দু পাল্টা মমতা বলেন, “বিরোধী দলনেতা বলেছেন, রাজ্যপালকে সই করতে দেবেন না। আমরা বলছি, রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না আমাদের। আমরা পয়লা বৈশাখই পশ্চিমবঙ্গ দিবস পালন করব। মানুষের সমর্থনে নির্বাচিত হয়ে সরকারে এসেছি আমরা। রাজ্যপাল সই করলেন কিনা, যায় আসে না। দেখি কার শক্তি বেশি, রাজ্যপালের না, জনগণের। আমি এটা বলতাম না। বাধ্য হলাম।”

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘স্বাধীনতার ৭৫ বছরে কখনও ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়নি। কারণ ওই দিন বাংলাকে ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। তার সঙ্গে জড়িয়ে রয়েছে যন্ত্রণাময় ইতিহাস। আর ওই দিন সিদ্ধান্ত গৃহীত হলেও, তার পর আরও কয়েক মাস অবিভক্তই ছিল বাংলা। বিজেপি তাদের রাজনৈতিক ভাবনা ও আদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এমনকি রাজ্যপালকে বিষয়টি জানিয়েও লাভ হয়নি। আসলে যাদের সঙ্গে বাংলার মাটি, শিকড়ের যোগাযোগ নেই, তারা বাংলার কথা বলবে কী করে’?

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img