23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ডায়ালিসিসের দাবিতে বিক্ষোভ ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে

    নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা – কিডনি রোগীদের ডায়ালিসিসের প্রয়োজন হয়। নির্দিষ্ট সময়ে তা করাতে হয়। নইলেই রোগীর পরিস্থিতি খারাপ হতে থাকবে। এই বিষয়টা জানেন প্রত্যেকে। কিন্তু হাসপাতালের হঠাৎ সিদ্ধান্তে এমনই সমস্যায় পড়তে হল ডায়মন্ড হারবারের বাসিন্দাদের।

    কিনা রোগীর চাপ বেড়ে যাচ্ছে। অত রোগী সামলাতে পারছেন না চিকিৎসকেরা। তাই সপ্তাহে তিনদিনের জায়গায় দু’দিন ডায়ালিসিসের সিদ্ধান্ত নেই হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে যে সকল রোগীকে চিকিৎসকেরা বলেছেন সপ্তাহে তিনদিন ডায়ালিসিস করতে তাঁদের প্রতি সপ্তাহেই একদিন করে ঘাটতি হচ্ছে।

    এদিন তাই পর্যাপ্ত ডায়ালিসিস না পাওয়ার প্রতিবাদে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ডায়ালিসিস রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। তার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে পড়ে মেডিকেল কলেজের কাজকর্ম।

    বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসক সপ্তাহে তিনদিন করে ডায়ালিসিস করার পরামর্শ দিয়েছেন কিন্তু সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ দুদিন করে ডায়ালিসিস পরিষেবা দিচ্ছে। আগে তিনদিন করে হলেও এখন তা কমিয়ে করা হয়েছে দু’দিন। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে পুনরায় সেটিকে তিনদিন করতে হবে।

    দীর্ঘক্ষণ রোগী ও রোগীর পরিজনদের বিক্ষোভের পর হাসপাতাল কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের দাবি মেনে নেন এবং আশ্বাস দেন তিনদিন করেই পরিষেবা দেওয়া হবে। এই মুহুর্তে নতুন কোনও রোগীকে আর ভর্তি করানো হবে না বলেও জানান ডায়মন্ড হারবার গর্ভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার সুপ্রিম সাহা। তাঁর আশ্বাসে পরে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img