নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা – বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনে একাধিক এলাকায় ইদানিংকালে বিদ্যুতের লাগাতার লোডশেডিং এ জেরবার স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রত্যেকে। এই গরমে বেশি অসুস্থ হয়ে পড়ছেন বাড়ির বয়স্করা। তার ওপরে ভাদ্র মাসে যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে বাড়ির বয়স্ক থেকে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু এই সব দেখেও বেহুঁশ প্রশাসন, বিদ্যুৎ দফতর। লাগাতার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েই যাচ্ছে। আর এবার তার প্রতিবাদে বসিরহাট থানার সাকচুড়ার টাকি রোডে রাস্তায় বেঞ্চ পেতে বিক্ষোভ দেখালেন গ্রামীর বাসিন্দারা।
তাদের দাবি ইদানিং কালে লাগাতার দিন ও রাত্রে প্রায় ৬ ঘন্টা লোডশেডিং চলছে। এর জন্যই সমস্যায় পড়েছে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এবং বয়স্ক মানুষজন। প্রতিদিন প্রায় দিনরাত্তিরে ৬ ঘন্টা বিদ্যুৎ ঘাটতি দেখা দিচ্ছে গ্রামে। যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ নাগরিক থেকে শুরু করে স্কুলের ছেলেমেয়েরা প্রত্যেকে। পড়াশুনা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে কেরোসিন এর দাম তেমন অগ্নিমূল্য। ফলে এই নানান সমস্যাতে ব্যতিব্যস্ত হয়ে এদিন বিক্ষোভের সিদ্ধান্তই নেন গ্রামের বাসিন্দারা।
অবশ্য এক্ষেত্রে বিদ্যুৎ দফতরের ব্যাখ্যা অন্য। তাঁদের দাবি, প্রচন্ড গরমে আগের তুলনায় মানুষের এসির ব্যবহার অনেকটাই বেড়ে গেছে। যার ফলে বিদ্যুতের ঘাটতি হচ্ছে। তাই লাগাতার লোডশেডিং হচ্ছে। তবে এই কারণ শুনতে নারাজ গ্রামের নিরীহ মানুষগুলি। তাঁদের বক্তব্য এসি গ্রামের কেউ ব্যবহার করেনা, তাহলে আমরা কেন সমস্যায় পড়ব। এদিন কার্যত এই প্রতিবাদেই বাধ্য হয়ে সাধারণ মানুষগুলি পথে নামে।