নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর- আরও একবার ভারতের নাম স্বর্নাক্ষরে লেখা হতে চলেছে পৃথিবীর বুকে। আর কিছুক্ষন পরেই চাঁদের মাটি ছুঁতে চলেছে চন্দ্রযান-৩। সবদিক ঠিক থাকলে এদিন সন্ধ্যা ৬টা ৪ নাগাদ অবতরণ করবে বিক্রম। আর এই নিয়ে উৎসবের আমেজ গোটা দেশ জুড়ে। ইসরোতে একদিকে যেমন বিজ্ঞানীরা অধীর আগ্রহে সেই সন্ধিক্ষণের অপেক্ষা করছেন অন্যদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চন্দ্রযান-৩ এর সাফল্য কামনায় চলছে যজ্ঞ। এই তালিকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর।
সূত্রের খবর , এদিন চন্দ্রযান-৩ এর মঙ্গল কামনায় বালুরঘাটে যজ্ঞের আয়োজন বিজেপি বালুরঘাট টাউন মন্ডল কমিটি। এই যজ্ঞে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ বিজেপি নেতৃত্ব এবং বিজেপির কর্মী সমর্থকরা। সবার উপস্থিতি এই যজ্ঞ সাফল্য মন্ডিত করা হয়।
যজ্ঞ শেষে বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, জুলাই মাসে ভারতীয় বিজ্ঞানীরা চাঁদের উদ্দেশ্যে যে চন্দ্রযান-৩ উৎক্ষেপন করেছিল তা আজ চাঁদের মাটিতে অবতরণ করতে চলেছে। তারই সাফল্য কামনায় আজ আমাদের এই যজ্ঞ। পাশাপাশি তিনি এও বলেন, আমাদের বিজেপির তরফ থেকে প্রার্থনা চন্দ্রযান -৩ যেন সফলভাবে অবতরণ করে বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করে।
উল্লেখ্য , গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল এই চন্দ্রযান-৩। এবার তার অবতরণের সময় আসন্ন। ইসরোর বিজ্ঞানীদের আশা সব পরিস্থিতি স্বাভাবিক থাকলে বুধবার চাঁদের বুকে পা দিতে চলেছে চন্দ্রযান-৩। এরই সাফল্য কামনা করছে গোটা দেশবাসী।