23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চাঁদে ইতিহাস গড়ল ভারত , ইসরোকে উষ্ণ শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতির

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ঘড়ির কাঁটা যখন সন্ধ্যা ৬ টা ৪ মিনিট ইতিহাস গড়ল ভারত। বিশ্বের চতুর্থতম দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল আর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করল ইসরোর ‘হাতিয়ার’ চন্দ্রযান-৩। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই ইসরোর বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন, পরস্পরকে জড়িয়ে ধরে তারা অভিনন্দন জানাতে থাকেন। দেশজুড়ে এখন শুধুই শুভেচ্ছার বন্যা। শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। 

    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ‘আজ এমন একটি দিন, যেদিন ইতিহাস তৈরি হল। আজ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩। ইসরোর বিজ্ঞানীরা শুধুমাত্র ইতিহাস গড়েছেন তাই নয়, সঙ্গে ভূগোলের আইডিয়া তৈরি করেছে। এটা দেশবাসীর কাছে এক গর্বের বিষয়। ইসরো এবং এই মিশনে যুক্ত সকল বিজ্ঞানীকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই’।

    অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় বলেন, ‘আমার কাছে এটা একটা গর্বের বিষয় যে আজ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছে চন্দ্রযান-৩। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করল ভারত। আমি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত অনুভব করছি। ইসরোর টিম এবং সকল বিজ্ঞানীকে অসংখ্য শুভেচ্ছা’।

    এদিন ‘বিক্রম’ সফলভাবে অবতরণ করে তারপর তার পেট থেকে রোভার প্রজ্ঞান বেরিয়ে চাঁদের মাটি ছুঁয়েছে। আর প্রজ্ঞান রোভারের চাকায় রয়েছে অশোর স্তম্ভের প্রতীক। তাই চাঁদের মাটিতে চলার সঙ্গে সঙ্গে সেখানে ছাপ রেখে যাচ্ছে অশোক স্তম্ভের। অন্যদিকে জানা যাচ্ছে এই বিক্রম চাঁদের মাটিতে থাকবে পৃথিবীর সময় অনুযায়ী ১৪ দিন। তবে চাঁদের ক্ষেত্রে তা ১ দিন। এই দিন থেকেই শুরু হয়েছে সেই ১৪ দিনের কাউন্ট ডাউন। ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি পাঠিয়েছে বিক্রম। এখন দেখার সে ভারতের জন্য আর কি কি ‘উপহার’ নিয়ে ফেরে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img