23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    দুর্নীতি সত্ত্বেও আদানিকে আড়াল করার চেষ্টা , মোদিকে তুলধোনা রাহুলের

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – ইন্ডিয়া জোটের বৈঠক চলাকালীনই নতুন বিতর্কে আদানি। একইসঙ্গে সেই বিতর্কে জড়িয়ে গেলেন মোদি সরকারও। এর এই নিয়ে একযোগে মোদি-আদানিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। এদিন একটি সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সেখানে একাধিক বিদেশি সংবাদপত্রের প্রতিবেদন তুলে আদানি ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন তিনি। এমনকি যৌথ তদন্ত কমিটি গঠন করে আদানির বিরুদ্ধে তদন্তেরও দাবিও তুলেছেন রাহুল গান্ধী।

    এদিন রাহুল গন্ডি প্রকাশিত বিদেশি সংবাদপত্রের প্রতিবেদন দেখিয়ে দাবি করেছেন , ব্যবসার নামে বেশ কয়েকটি অ-নথিভুক্ত সংস্থার সঙ্গে লেনদেন করেছে আদানি। যা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এদিকে আবার এই নিয়মের বিরোধিতা করেছে নাকি খোদ আদানি গোষ্ঠীই। যার যথেষ্ট প্রভাব পরেছে বাজারে। কিন্তু সব জেনেও বেমালুম ভাবে নিঃশ্চুপ মোদি সরকার। কেন? বিশেষ কোনো সুবিধার জন্য? নাকি অন্য কিছু বিষয় আছে? এটার তদন্ত প্রয়োজন।

    এছাড়াও রাহুল গান্ধী প্রশ্ন তোলেন, ‘এত বড় দুর্নীতি সত্ত্বেও কেন আদানিকে আড়াল করছেন নরেন্দ্র মোদি? কেন উনি সম্পূর্ণ নীরবতা পালন করছেন? কেন তদন্ত করছে না মোদি সরকার? ভারত থেকে বিদেশ পাচার হয়েছে কয়েকশো কোটি ডলার, এই টাকা কার? এখন চোখে কিছু দেখছে না ইডি-সিবিআই-সেবি? এই গোটা কান্ডের পিছনে বৃহৎ ষড়যন্ত্র আছে’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img