নিজস্ব প্রতিনিধি , দিল্লি – বছর ঘুরলেই দেশে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মোদি সরকারকে গদিচ্যুত করতে ইন্ডিয়া মহাজোট তৈরি করেছে দেশের প্রায় ৩৫ টি বিরোধী দল মিলে। ইতিমধ্যেই এই জোটের ২ টি বৈঠক সম্পন্ন হয়েছে। আজ মুম্বাইতে চলছে তৃতীয় মেগা বৈঠক। সেই বৈঠকের আগে এদিন ভোরে রাজধানী দিল্লিতে একান্তে আলোচনায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ যেন জাতীয় রাজনীতিতে এক নয়া ইঙ্গিত। একইসঙ্গে ভারতের রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোড়ন।
সূত্রের খবর , এদিন ভোর ৬.৩০ মিনিট নাগাদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে ১০ জনপথ অর্থাৎ সোনিয়া গান্ধীর বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ১ ঘণ্টা ধরে তাদের মধ্যে একান্তে বৈঠক হয়। এই বৈঠকে মোদি বিরোধী রাজনীতির রণকৌশল , আগামী লোকসভা ভোটের পরিকল্পনা , রাজ্যস্তরে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সম্পর্ক সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে।
এদিকে এই বৈঠকের পরই বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী। ইন্ডিয়া জোটের বৈঠকের আগে রাহুল-অভিষেকের একান্ত আলোচনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় রাজনীতিতে বিরোধী জোট ইন্ডিয়ার অন্যতম শরিক হয়েছে কংগ্রেস ও তৃণমূল। জোটের বৈঠকের জন্য ইতিমধ্যেই দিল্লিতে উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।