23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে ব্যক্তিকে নৃশংস ভাবে খুন , রণক্ষেত্র রাজারহাট

    নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা – ফের ফিরে এলো মহেশতলার স্মৃতি। ভরসন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে এক ব্যক্তিকে প্রকাশ্য রাস্তায় গলার নলি কেটে খুন করলো দুষ্কৃতীরা। এই ঘটনার পড়েই রণক্ষেত্র আকার ধারণ করেছে রাজারহাটে। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এখনো এলাকায় রয়েছে তীব্র উত্তেজনা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন রাজারহাট নারায়নপুরে রায়গাছি শিখেরবাগান এলাকার বাসিন্দা হারুলাল রশিদ। সেসময় রাস্তায় আচমকা পথ আটকায় ৩ দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই ২ দুষ্কৃতী মিলে ধারালো অস্ত্র বের করে এলোপাতাড়ি কোপ শুরু করে। আরেক দুষ্কৃতী বাইক স্টার্ট করে দাঁড়িয়ে থাকে। কয়েক কোপ দেওয়ার পরেই মৃত্যু নিশ্চিত করতে ওই ব্যক্তির গলার নলি কেটে দেয় দুষ্কৃতীরা।

    স্থানীয় নজরে আসতেই তাদেরকে দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।  রক্তাক্ত অবস্থায় হারুলাল রশিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। মুহূর্তেই রণক্ষেত্র আকার নেয় গোটা এলাকা। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। রাস্তা অবরোধের ফলে শুরু হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিরাট পুলিশ বাহিনী। নাছোড় অবস্থায় তবুও রাস্তায় অবরোধ করে রাখে স্থানীয়রা। অবশেষে ঘটনাস্থলে বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারীকেরা শেষে দোষীদের শাস্তির আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে।

    এপ্রসঙ্গে মৃত ব্যক্তির শালক জানিয়েছেন,’ আমার জামাইবাবু এলাকায় জলাশয় ভরাটের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল বলে তাকে খুন করেছে দুষ্কৃতীরা। তাকে এরআগেও প্রাণে মারার হুমকি দিয়েছিল এখানকার রাজনৈতিক নেতারা। এই ঘটনার সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগ রয়েছে’। তবে কোন দলের যোগ রয়েছে সে বিষয়ে তিনি কিছু জানান নি তারা

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img