23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    শিশুদের জন্য নয়া উপহার , বিশেষ রাখি তৈরি করে তাক লাগলেন এই তরুণী

    নিজস্ব প্রতিনিধি , নদীয়া – রাখি বন্ধন উৎসব হিন্দুদের কাছে খুবই পবিত্র এক উৎসব। দেশ ছাড়াও গোটা বিশ্বে রাখি বন্ধন পালন করা হয়। শুধু ভাই বোনরা না রাখি বন্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিবছর একে অপরের আত্মিক সম্পর্ক নিবিড় করে তোলার জন্য রাখি পড়িয়ে দেন সবাই। এরই মাঝে নজরকাড়া রাখি তৈরি করেছেন কৃষ্ণনগরের রিয়া বিশ্বাস। লজেন্সের রাখি যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। 

    ২০২৩ সালে ৩০ ও ৩১ আগস্ট পালন করা হবে রাখি বন্ধন। এই উৎসবকে কেন্দ্র করে বাজারে বিভিন্ন ধরনের রাখি বেচাকেনা করতে দেখা যায়। তার মধ্যে আছে ফুল দিয়ে তৈরি রাখি ছোট বড় পুঁথি দিয়ে তৈরি রাখি পাথর দিয়ে তৈরি রাখি আবার মাটির ওপর টেরাকোটার রাখি দেখতে পাই। কিন্তু ব্যবহৃত রাখি কেউ কেউ রাখে দেয় বা কেউ কেউ ফেলে দেয় তারপরই। এরই মাঝে নজরকাড়া রাখি তৈরি করে তাক লাগিয়ে দিলেন কৃষ্ণনগরের শক্তিনগর রানা প্রতাপ লেনের বাসিন্দা রিয়া বিশ্বাস নামের এক যুবতী। লজেন্সের তৈরি রাখি। ফেব্রিক মেটাল কার্ডবোর্ডকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি থেকে শুরু করে শোপিজ্ তৈরি করেন। রাখি বন্ধন উৎস উপলক্ষ্যে এবার তিনি তৈরি করেছেন লজেন্সের রাখি। কৃষ্ণনগরের পাশপাশি বিভিন্ন এলাকায় লজেন্সের রাখি তৈরি করে ভালো অর্ডার পাচ্ছেন বলেও জানান রিয়া। এছাড়া সেলাইয়ের মাধ্যমে জামা কাপড়ে কলকা আঁকেন এবং কাস্টোমাইজ গিফটও বানিয়ে দেয়।

    রিয়া বিশ্বাস বলেন,” অল্পবয়সী ছেলেমেয়েরা লজেন্স খেতে পছন্দ করেন। মূলত সেইসব ছোট ছোট ছেলে মেয়েদের কথা ভেবেই লজেন্সের রাখি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছি। লজেন্সের রাখি ব্যবহার করার পর তা নষ্ট করা যাবে না”। প্রথমে বিভিন্ন মাপের ছোট ছোট কার্ডবোর্ড কেটে তার ওপর কাপড় লাগানোর পর সেই কার্ডবোর্ডের মধ্যে শুভ রাখি পূর্ণিমা বা বিভিন্ন মানুষের নাম লিখে তার ওপর আঠা বা সেলাই করে লজেন্স বসিয়ে তিনি তৈরি করেছেন অভিনব এই রাখি। তার তৈরি লজেন্সের রাখি প্রতি পিস হিসেবে ১০ টাকা থেকে শুরু করে ২০ বা ২৫ টাকার বিনিময় সকলের সংগ্রহ করতে পারবেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img